কলকাতা, ২৮ ডিসেম্বর: জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের কথা বললেন। আজ বিধান ভবন থেকে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে পর্যন্ত পদযাত্রা করেন কংগ্রেস কর্মীরা।
মনোজ চক্রবর্তী গান্ধি মূর্তির পাদদেশে এসে বলেন, বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে তৃণমূল এবং বিজেপির বিরোধী প্রতিটি দলকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু শহরের মিছিল নয়, কংগ্রেস কর্মীদের নিজেদের সংগঠনের অস্তিত্ব বজায় রাখতে আরও বেশি সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, বিজেপির হাতে দেশের দায়িত্ব থাকলে সমগ্র দেশ বিক্রি হয়ে যাবে। কর্পোরেট সংস্থার নিয়ন্ত্রণে চলে যাবে দেশ। দিল্লিতে কৃষকরা বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরে অবস্থান-বিক্ষোভ করছে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে মানুষের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নেবে বলেও দাবি করেন তিনি।