কলকাতা, 29 সেপ্টেম্বর : গতকালের পর আজ ফের পথে নামল প্রদেশ কংগ্রেস । অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে দিনভর চলল অবস্থান-বিক্ষোভ । কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মতলা চত্বরে হল বিক্ষোভ সমাবেশ । আজও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ-সহ অন্যান্য নেতৃবৃন্দ । যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের সদস্যদের গ্রেপ্তার করা হয় আজ । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নেতৃত্বে রাজ্য জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের বিরোধিতায় কংগ্রেসের অবস্থান বিক্ষোভ । দেশজুড়ে সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির নির্দেশে চলছে কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ ।
গতকাল বিক্ষোভ শেষে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান-সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে আসেন । আজ ধর্মতলার বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখায় যথাক্রমে প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ-সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠন । পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের সদস্যরা ।