পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Agnipath Scheme Protest: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সত্যাগ্রহ পালন কংগ্রেসের

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় (Agnipath Scheme Protest) 'সত্যাগ্রহ' (Satyagraha) পালন করল কংগ্রেস (Congress) ৷ দেশের অন্য়ান্য অংশের পাশাপাশি কলকাতাতেও পালিত হল এই কর্মসূচি ৷

Congress stages Satyagraha in kolkata to protest Agnipath Scheme
Agnipath Scheme Protest: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সত্যাগ্রহ পালন কংগ্রেসের

By

Published : Jun 27, 2022, 3:10 PM IST

কলকাতা, 27 জুন: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় (Agnipath Scheme Protest) সোমবার সারা দেশে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 'সত্যাগ্রহ' (Satyagraha) পালন করল কংগ্রেস (Congress) ৷ এদিন কলকাতার মোট সাতটি জায়গায় সত্যাগ্রহের আয়োজন করা হয় ৷ বালিগঞ্জ ফাঁড়ি সংলগ্ন এলাকায় আয়োজিত একটি বিক্ষোভসভায় নেতৃত্ব দেন দলের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ এর পাশাপাশি, খিদিরপুর, ভবানীপুর, রাসবিহারী, কসবা-সহ বিভিন্ন জায়গায় একই ইস্যুতে সত্যাগ্রহ পালন করে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ৷

এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে প্রদীপ জানান, দাবি পূরণ না-হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে কংগ্রেস ৷ প্রবীণ নেতার দাবি, কৃষক আইনের মতোই এই প্রকল্প বাতিল করতে বাধ্য হবে কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন:Agnipath Scheme Protest : অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে পুলিশের সঙ্গে বচসা

প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় প্রথম দিন থেকেই সরব হয়েছে কংগ্রেস ৷ তাদের বক্তব্য, দেশের যুবসমাজ ও সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে কেন্দ্রীয় সরকারের এই নয়া প্রকল্প ৷ দেশের আমজনতা এই প্রকল্পকে মেনে নেবে না-বলেও দাবি করেছে কংগ্রেস ৷ হাইকম্য়ান্ডের নেতৃত্বে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে ৷

উল্লেখ্য, ইতিমধ্য়েই পশ্চিমবঙ্গ-সহ ভারতের নানা প্রান্তে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে যুবসমাজ ৷ তাদের একাংশের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলনের অভিযোগ উঠেছে ৷ প্রতিবাদের এমন ভাষা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ তাই শান্তিপূর্ণভাবেই প্রকল্পের প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details