কলকাতা, 16 অক্টোবর: প্রায় আড়াই দশক পর দলীয় স্তরে ভোট প্রক্রিয়ার সাক্ষী হতে চলেছে কংগ্রেস ৷ সোমবার প্রত্যেকটি রাজ্যের মত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গোপন ব্যালটে ভোট প্রক্রিয়া আয়োজিত হবে ৷ সকাল 10টা থেকে গোপন ব্যালটে বিধান ভবনে ভোট দেবেন প্রদেশ কংগ্রেস কমিটির (PCC) প্রতিনিধিরা (Congress Presidential Election will Start at 10 AM) ৷ ভোট প্রক্রিয়া চলবে বিকাল 5 টা পর্যন্ত। সেই ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এআইসিসি-র নির্দেশে দিল্লি থেকে 3 সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছেছেন বিধান ভবনে (Bidhan Bhawan) । রবিবার বেলা সাড়ে 12টা নাগাদ এসে পৌঁছন তাঁরা ৷
বর্তমানে প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধির সংখ্যা 543 জন ৷ অর্থাৎ, সোমবার তাঁরাই গোপন ব্যালটে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটে অংশগ্রহণ করবেন ৷ দলের সাংগঠনিক ব্লক অনুযায়ী, প্রতিনিধিত্বের নিয়ম মেনে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরা একে একে ভোট দেবেন ৷ পঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতা শামসের সিং ডুল্লো জনসংযোগ আধিকারিক হিসেবে এসেছেন ৷ নির্বাচনী আধিকারিক হিসেবে এসেছেন বিবেক জৈন ৷ যিনি রাজস্থান প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা ৷ এছাড়া অন্য আরও এক রাজ্য থেকে এক প্রতিনিধিকে কলকাতায় পাঠানো হয়েছে ৷