পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 16, 2022, 9:23 PM IST

ETV Bharat / city

Congress Presidential Election: সকাল 10টা থেকে গোপন ব্যালটে কংগ্রেস সভাপতি নির্বাচন শুরু বিধান ভবনে

সোমবার সকাল 10টা থেকে বিধান ভবনে কংগ্রেস সভাপতি নির্বাচন শুরু হবে (Congress Presidential Election will Start at 10 AM) ৷ যেখানে 3 নির্বাচনী আধিকারিকের নজরদারিতে 543 জন প্রদেশ কংগ্রেস কমিটির (PCC) সদস্য ভোট দেবেন ৷

Congress Presidential Election will Start at 10 AM on Monday
Congress Presidential Election will Start at 10 AM on Monday

কলকাতা, 16 অক্টোবর: প্রায় আড়াই দশক পর দলীয় স্তরে ভোট প্রক্রিয়ার সাক্ষী হতে চলেছে কংগ্রেস ৷ সোমবার প্রত্যেকটি রাজ্যের মত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গোপন ব্যালটে ভোট প্রক্রিয়া আয়োজিত হবে ৷ সকাল 10টা থেকে গোপন ব্যালটে বিধান ভবনে ভোট দেবেন প্রদেশ কংগ্রেস কমিটির (PCC) প্রতিনিধিরা (Congress Presidential Election will Start at 10 AM) ৷ ভোট প্রক্রিয়া চলবে বিকাল 5 টা পর্যন্ত। সেই ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এআইসিসি-র নির্দেশে দিল্লি থেকে 3 সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছেছেন বিধান ভবনে (Bidhan Bhawan) । রবিবার বেলা সাড়ে 12টা নাগাদ এসে পৌঁছন তাঁরা ৷

বর্তমানে প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধির সংখ্যা 543 জন ৷ অর্থাৎ, সোমবার তাঁরাই গোপন ব্যালটে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটে অংশগ্রহণ করবেন ৷ দলের সাংগঠনিক ব্লক অনুযায়ী, প্রতিনিধিত্বের নিয়ম মেনে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরা একে একে ভোট দেবেন ৷ পঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতা শামসের সিং ডুল্লো জনসংযোগ আধিকারিক হিসেবে এসেছেন ৷ নির্বাচনী আধিকারিক হিসেবে এসেছেন বিবেক জৈন ৷ যিনি রাজস্থান প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা ৷ এছাড়া অন্য আরও এক রাজ্য থেকে এক প্রতিনিধিকে কলকাতায় পাঠানো হয়েছে ৷

প্রায় আড়াই দশক পর জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে বিভিন্ন রাজ্যের মত প্রদেশ কংগ্রেস কমিটির মধ্যেও আলাদা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে ৷ রবিবার থেকেই সাজো-সাজো রব বিধান ভবনে ৷ এই নির্বাচনের অন্যতম প্রার্থী মল্লিকার্জুন খাড়গে গত 10 অক্টোবর কলকাতায় নির্বাচনী প্রচারে এসেছিলেন ৷ প্রদেশ কংগ্রেস কমিটির একাধিক সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ পরে সাংবাদিক বৈঠকে নিজেই জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন ৷

আরও পড়ুন:হাতের দায়িত্বে কে ? কয়েকঘণ্টা বাদেই সভাপতি বেছে নেবে কংগ্রেস

সে বিষয়ে মন্তব্যনা করলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘‘কংগ্রেসের নির্বাচনী নিয়মবিধি অনুযায়ী খাড়গেজি প্রচারে আসেন ৷ শশী থারুরেরও আসার কথা ছিল ৷ কিন্তু তিনি আসতে পারবেন না বলে টেলিফোনে জানিয়েছেন ৷’’

ABOUT THE AUTHOR

...view details