কলকাতা, 17 অগাস্ট : বাম তথা CPI (M)-র সঙ্গে আসন সমঝোতার সূত্র অধরা রয়ে গেল । প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ চাইছেন না, কোনওভাবেই বামেদের সঙ্গে আসন সমঝোতা হোক । এ নিয়েই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চূড়ান্ত বিড়ম্বনায় । সূত্রের খবর, ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI (M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বাম-কংগ্রেস জোট প্রক্রিয়া নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন । কিন্তু, তার পরও সামনে আসেনি কোনও রফাসূত্র ৷
কংগ্রেস সূত্রে খবর, জোট নিয়ে ফের দলের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়েছে ৷ একাংশ চাইছেন না আর কোনওভাবেই বামেদের সঙ্গে আসন সমঝোতা হোক । কিন্তু, জোট বাস্তবায়িত করতে কোমর বেঁধে নেমেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । অন্যদিকে, দিল্লিতে হাত গুটিয়ে বসে রয়েছেন সাংসদ অধীর চৌধুরি, অভিযোগ এমনটাই ৷ অধীর নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন । এটা কানে আসার পরই অধীর বিরোধী গোষ্ঠীর কটাক্ষ, যেহেতু আগামী পাঁচ বছর অধীর চৌধুরি দিল্লির রাজনীতি করবেন সেই কারণে তিনি পশ্চিমবঙ্গকে ব্রাত্য মনে করছেন । আসন সমঝোতার বিষয়ে অধীর চৌধুরির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি । তাঁর সাফ কথা, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সঠিক পথে চলছে না এমন অভিযোগ নিয়ে দিল্লিতে নালিশ জানিয়ে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান । দলের জোট বিরোধীদের একাংশ চাইছে প্রতিকূল পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে কংগ্রেস দুটি আসনে জয়ী হয়েছে । তাদের দাবি, সংগঠনের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া হলে একক ভাবে কংগ্রেস লড়াই করতে পারবে BJP এবং শাসক দলের বিরুদ্ধে ।