পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : বিবস্ত্র করে রাস্তায় ফেলে মার কংগ্রেস প্রার্থীকে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - KMC Election 2021

কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মার কলকাতায় ৷ গোটা ঘটনায় অভিযোগের তির শাসকদলের দিকে (Congress candidate stripped off and beaten allegedly by tmc) ।

Congress candidate stripped off and beaten allegedly by tmc
বিবস্ত্র করে রাস্তায় ফেলে মার কংগ্রেস প্রার্থীকে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Dec 20, 2021, 10:16 PM IST

Updated : Dec 20, 2021, 10:54 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর :মঙ্গলবার কলকাতা পৌরভোটের ফল প্রকাশ ৷ তার আগের দিন রাতে চরম উত্তেজনা ছড়াল উত্তর কলকাতার গয়াবাগানের 16 নম্বর ওয়ার্ড এলাকায় ৷ অভিযোগ, এই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে তাঁর বাড়ির সামনেই বেধড়ক মারধর করা হয় ৷ খুলে নেওয়া হয় তাঁর জামা কাপড়ও ৷ গোটা ঘটনায় অভিযোগের তির শাসকদলের দিকে (Congress candidate stripped off and beaten allegedly by tmc) । এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি ঘটনার নিন্দা করে টুইটে তৃণমূলের কড়া সমালোচনা করেছেন ৷

বিবস্ত্র করে রাস্তায় ফেলে মার কংগ্রেস প্রার্থীকে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন ওই কংগ্রেস নেতা ৷ তাঁকে ধরে করা হচ্ছে টানা-হিঁচড়া, সঙ্গে চলছে অশ্রাব্য গালিগালাজ ৷ এই ঘটনায় স্থানীয় বড়তলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে । আহত ওই কংগ্রেস নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন : স্ট্রং রুমে কড়া নিরাপত্তা, কোথায় কোথায় থাকছে গণনাকেন্দ্র ? জেনে নিন

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এই ঘটনা প্রসঙ্গে টুইটে লিখেছেন,"বাংলায় দিদিক্রেসি (didicracy)-এর বিবস্ত্র রূপ ধরা পড়ল, যেখানে একজন কংগ্রেস প্রার্থী কলকাতা পৌরনিগমের ভোটে লড়ার সাহস দেখানোয় তাঁকে নগ্ন করে মারধর করা হল প্রকাশ্যে৷" এই ঘটনা নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি ৷

Last Updated : Dec 20, 2021, 10:54 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details