কলকাতা, 19 জুন :এ যেন ভূতের মুখে রাম ৷ অধীরের মুখে মমতার প্রশংসা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) হারানোর ক্ষমতা রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এমনটাই মনে করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ শনিবার কলকাতার বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি এই মত প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, এই বিশ্বাস রয়েছে বাংলার মানুষের ৷ তাই এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দারুণ ফল করেছে ৷
উল্লেখ্য, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস (Congress) হল বিজেপির (BJP) প্রধান প্রতিদ্বন্দ্বী ৷ গত কয়েক বছরে রাহুল গান্ধিকেই (Rahul Gandhi) মোদি বিরোধী মুখ হিসেবে দেখা গিয়েছে ৷ তাতে কংগ্রেস তেমন একটা সুবিধা করতে পারেনি ৷ বরং গোটা দেশে ক্রমশ শক্তি কমেছে এই রাজনৈতিক দলের ৷
আরও পড়ুন :আইএসএফের সঙ্গে জোট করে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হয়েছে, দাবি অধীরের
তবে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন পুরো অঙ্কটাই বদলে দিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশাল জয়, তাঁকে জাতীয় রাজনীতির চর্চায় এনে দিয়েছে ৷ অনেকেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন বিজেপিকে ঠেকাতে ৷ তাই 2024 সালে দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদিকে উৎখাত করতে এখন থেকেই মমতাকে কেন্দ্র করে বিরোধীরা দানা বাঁধতে শুরু করেছে ৷
এই পরিস্থিতিতে অধীর চৌধুরীর এই ধরনের মত প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি 2024 সালের লোকসভা নির্বাচনে মমতাকে সামনে রেখে লড়তে আপত্তি নেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের !
আরও পড়ুন :Adhir Chowdhury : আলোচনায় বাধা, পিএসির চেয়ারম্যান পদ ছাড়তে চান অধীর