কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের নামে চলছে তাণ্ডব । ট্রেন ও বাসে আগুন লাগানোর পাশাপাশি সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, পুলিশ পেটানোর ঘটনা ঘটেছে । রাজ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আজ রাজ্যসভায় প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য । অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মুখ্যমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন তিনি । রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি । অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ধ্বংস, অবরোধ ইত্যাদির মাধ্যমে স্বাভাবিক জনজীবন ব্যাহত করছে যারা তাদের প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি ।
রাজ্যে পরিস্থিতি শান্ত করতে মুখ্যমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার আহ্বান কংগ্রেসের
প্রদীপবাবু বলেন, "রাজ্যের এই পরিস্থিতিতে এখন সবাইকে একসঙ্গে সংবিধান বাঁচানোর লড়াইয়ে এগিয়ে আসতে হবে । এই লড়াই অবশ্যই শান্তি এবং সত্যাগ্রহের পথে করতে হবে । মানুষের আস্থা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এখনই সব সম্প্রদায়কে এক ছাতার তলায় না আনতে পারলে শুধু মিছিল করে এই সমস্যা মেটানো যাবে না ।"
প্রদীপবাবু বলেন, "রাজ্যের এই পরিস্থিতিতে এখন সবাইকে একসঙ্গে সংবিধান বাঁচানোর লড়াইয়ে এগিয়ে আসতে হবে । এই লড়াই অবশ্যই শান্তি এবং সত্যাগ্রহের পথে করতে হবে । মানুষের আস্থা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এখনই সব সম্প্রদায়কে এক ছাতার তলায় না আনতে পারলে শুধু মিছিল করে এই সমস্যা মেটানো যাবে না ।"
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার পরামর্শ দিয়েছেন কংগ্রেস সাংসদ । তিনি বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে মানুষের দৈনন্দিন জীবনে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে রাজ্য সরকারের উচিত মানুষকে সচেতন করা । মিছিল করলে যানজট হয় । কিন্তু সচেতনতা বাড়াতে প্রচার মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে মানুষকে আরও বেশি বোঝানো দরকার ।"
TAGGED:
pradip bhattacharjee