কলকাতা, 4 সেপ্টেম্বর: রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ (MP) জহর সরকারকে (Jawhar Sircar) নিয়ে যেন তৃণমূল কংগ্রেসে (TMC) লুকোচুরি খেলা চলছে ! এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না দল তাঁকে নিয়ে ঠিক কী ভাবছে ! সূত্রের দাবি, দলের তরফ থেকে জহরকে নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়কে (Sukhendu Sekhar Roy) দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ একইসঙ্গে, জহরের কাছ থেকেও দল সম্পর্কে তাঁর অবস্থান নিয়ে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছিল ৷ কিন্তু, এসবের মধ্যে শনিবার হঠাৎই দলীয় সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ (TMC MP WhatsApp Group) থেকে জহর সরকারকে 'বের' করে দেওয়া হয় ৷ পরে আবার রাতের দিকে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ (TMC MP New WhatsApp Group) তৈরি করে তাতে সংযুক্ত করা হয় তাঁকে ! আর এই গোটা পর্বের মধ্যে দিয়ে একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে ৷ তা হল, জহর সরকারকে নিয়ে আদতে কী করতে চাইছে তৃণমূল কংগ্রেস ?
এমনিতে তৃণমূল নেতাদের বক্তব্য ও অন্যান্য আচরণ দেখে রাজনৈতিক মহলের একাংশ মনে করছিলেন, জহর সরকারকে নিয়ে দল হয়তো কড়া সিদ্ধান্ত নিতে পারে ৷ সেই প্রেক্ষাপটে শনিবার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাঁকে বাদ দেওয়ার মাধ্যমে সেই সম্ভাবনাই সুস্পষ্ট হয় ৷ কিন্তু রাতেই নয়া হোয়াট্সঅ্য়াপ গ্রুপ তৈরি করে আবার তাঁকে সংযুক্ত করায় নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ আর এই সামগ্রিক সংযোজন-বিয়োজন প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, কাউকেই দল থেকে বাদ দেওয়া হয়নি ৷ শুধুমাত্র পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করে নতুন করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে ৷