কলকাতা, 28 মে : শনিবার কি ব্যাঙ্ক খোলা থাকবে ? 15 জুন অবধি বেড়েছে রাজ্য সরকারের বিধিনিষেধ ৷ সেই বিধিনিষেধে ব্যাঙ্ক খোলার বিষয়টি স্পষ্ট নয় ৷ কিন্তু রাজ্যের ব্যাঙ্ক কর্মীদের কাছে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির তরফে মৌখিক নির্দেশিকা গেছে, শনিবার কর্মচারীদের ব্যাঙ্কে আসতে হবে ৷ এরই প্রতিবাদে আজ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেওয়া হল । পাশাপাশি স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটিকেও চিঠি পাঠাল কর্মচারীদের ইউনিয়ন । তাদের বক্তব্য, এখনও সংক্রমণ কমেনি ৷ এই পরিস্থিতিতে নিষেধাজ্ঞা কমিয়ে দেওয়ার যৌক্তিকতা নেই ৷
এই বিষয়ে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখা সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, "রাজ্যে এখনও কোরোনা সংক্রমণ কমেনি । এই প্রেক্ষিতে ব্যাঙ্কের কাজের বিধিনিষেধ তুলে নেওয়ার কোনও যৌক্তিকতা নেই । তার ওপর যশের ফলে প্রত্যন্ত এলাকায় যাতায়াতের সাধন নেই । ট্রেনে ব্যাঙ্ক কর্মচারীদের প্রবেশাধিকার নেই । বাস নেই । বহু জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে । এমত অবস্থায় ব্যাঙ্ককর্মীরা কাজের জায়গায় পৌঁছবেন কী করে ! কেউ কি চিন্তা করে দেখেছেন ?"