কলকাতা, 28 মে : ঘূর্ণিঝড় যশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা পর্যালোচনা বৈঠকে অংশ না নেওয়ায় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ সরকারের সংঘাতপূর্ণ আচরণ রাজ্য তথা গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে টুইট করেছেন তিনি ৷
প্রসঙ্গত, আজ কলাইকুন্ডায় ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সূত্রের খবর, সেই বৈঠকে শুভেন্দু অধিকারী যোগ দেওয়ায় মুখ্যমন্ত্রী তা বয়কট করেন ৷ তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে দেখা করে রাজ্যের তৈরি ক্ষয়ক্ষতির পরিমাণের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মমতা ৷
কিন্তু, মুখ্য়মন্ত্রী এবং রাজ্যের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে না আসায়, ক্ষোভ চেপে রাখতে পারেননি রাজ্যপাল গজদীপ ধনখড় ৷ যা নিয়ে একটি টুইট করে তিনি জানিয়েছেন, ‘‘মুখ্য়মন্ত্রী ও আধিকারিকদের জানাই প্রধানমন্ত্রীর সঙ্গে এই পর্যালোচনা বৈঠকটি ছিল রাজ্য ও তার মানুষের স্বার্থে ৷ সংঘাতপূর্ণ মনোভাব রাজ্য বা তার গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর ৷ মুখ্য়মন্ত্রী এবং তাঁর আধিকারিকদের বৈঠকে অংশ না নেওয়া সাংবিধানবাদ বা আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’’ ৷
আরও পড়ুন : শুভেন্দুর উপস্থিতিতে বৈঠকে না, মোদির থেকে আলাদা সময় চাইলেন মমতা
অতীতেও একাধিক বিষয়ে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক বয়কট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে একাধিকবার জনসমক্ষে সরব হয়েছিলেন রাজ্যপাল ৷ আর ঘূর্ণিঝড় যশের মতো প্রাকৃতিক বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা পর্যালোচনা বৈঠক বয়কট করায়, রাজ্যপাল যে ক্ষুব্ধ হবেন তা স্বাভাবিক ৷