পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সংঘাতপূর্ণ আচরণ গণতন্ত্রের জন্য ক্ষতিকর, মমতাকে বিঁধলেন রাজ্যপাল - ঘূর্ণিঝড়

আজ কলাইকুন্ডায় ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সূত্রের খবর, সেই বৈঠকে শুভেন্দু অধিকারী যোগ দেওয়ায় মুখ্যমন্ত্রী তা বয়কট করেন ৷ আর সেই বৈঠকে না যাওয়ায় মুখ্য়মন্ত্রী এবং রাজ্যের শীর্ষ আধিকারিকদের একহাত নিলেন রাজ্যপাল জগদপ ধনকড়

Confrontational stance ill serves interests of State or democracy governor jagdeep dhankhar attack cm mamata banerjee
‘‘সংঘাতপূর্ণ আচরণ গণতন্ত্রের জন্য ক্ষতিকর’’, মমতাকে বিঁধলেন রাজ্যপাল

By

Published : May 28, 2021, 6:18 PM IST

কলকাতা, 28 মে : ঘূর্ণিঝড় যশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা পর্যালোচনা বৈঠকে অংশ না নেওয়ায় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ সরকারের সংঘাতপূর্ণ আচরণ রাজ্য তথা গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে টুইট করেছেন তিনি ৷

প্রসঙ্গত, আজ কলাইকুন্ডায় ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সূত্রের খবর, সেই বৈঠকে শুভেন্দু অধিকারী যোগ দেওয়ায় মুখ্যমন্ত্রী তা বয়কট করেন ৷ তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে দেখা করে রাজ্যের তৈরি ক্ষয়ক্ষতির পরিমাণের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মমতা ৷

কিন্তু, মুখ্য়মন্ত্রী এবং রাজ্যের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে না আসায়, ক্ষোভ চেপে রাখতে পারেননি রাজ্যপাল গজদীপ ধনখড় ৷ যা নিয়ে একটি টুইট করে তিনি জানিয়েছেন, ‘‘মুখ্য়মন্ত্রী ও আধিকারিকদের জানাই প্রধানমন্ত্রীর সঙ্গে এই পর্যালোচনা বৈঠকটি ছিল রাজ্য ও তার মানুষের স্বার্থে ৷ সংঘাতপূর্ণ মনোভাব রাজ্য বা তার গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর ৷ মুখ্য়মন্ত্রী এবং তাঁর আধিকারিকদের বৈঠকে অংশ না নেওয়া সাংবিধানবাদ বা আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’’ ৷

আরও পড়ুন : শুভেন্দুর উপস্থিতিতে বৈঠকে না, মোদির থেকে আলাদা সময় চাইলেন মমতা

অতীতেও একাধিক বিষয়ে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক বয়কট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে একাধিকবার জনসমক্ষে সরব হয়েছিলেন রাজ্যপাল ৷ আর ঘূর্ণিঝড় যশের মতো প্রাকৃতিক বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা পর্যালোচনা বৈঠক বয়কট করায়, রাজ্যপাল যে ক্ষুব্ধ হবেন তা স্বাভাবিক ৷

ABOUT THE AUTHOR

...view details