কলকাতা, 12 মে : মুসুর ডাল থেকে বিস্কিট । সরষের তেল থেকে পছন্দের মশলা । লকডাউনের জেরে বহু জিনিসপত্রের জোগান ঠিকমতো নেই । তার জেরে সমস্যায় প্রতিটি মানুষ । সমস্যায় পড়েছেন দোকানদাররাও । অর্থনীতির সাধারণ নিয়মেই জোগানে ঘাটতির জেরে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ।
লকডাউনের শুরু থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের জোগান স্বাভাবিক রাখতে সক্রিয় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার । বাংলার মুখ্যমন্ত্রী নিজে পোস্তা বাজারে গিয়ে খুলে দিয়ে এসেছিলেন পাইকারি জিনিসপত্রের দোকান । তিনি পুলিশকেও বারবার নির্দেশ দিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের গাড়ি যেন কোনওভাবেই না আটকানো হয় । কেন্দ্রের তরফেও একই নির্দেশিকা । কিন্তু বাস্তব বলছে সব সামগ্রিক জোগান ঠিক নেই । বাইরের রাজ্য থেকে আসা বহু জিনিসপত্র পাওয়া যাচ্ছে না ঠিক মতো । পাওয়া গেলেও কখনও তার দাম বাজার নির্ধারিত সর্বোচ্চ মূল্যের থেকে বেশি নেওয়া হচ্ছে । আবার মূল্য বৃদ্ধি হয়েছে চাল, ডাল, ভোজ্য তেল-সহ বেশ কিছু সামগ্রীর । এমনকী, বেড়েছে ডিমের দামও । সমস্যায় যেমন সাধারণ মানুষ, তেমনই দোকানদাররাও ।
তপন দত্ত নামে এক এক দোকানদার বলছিলেন, “গুঁড়ো দুধ, বিস্কুট সরবরাহ হচ্ছে না । বেশ কিছু ব্র্যান্ডের মশলাও জোগান ঠিক নেই । অথচ মানুষ সেগুলোই চাইছেন । আমরা দোকানদারি করতে পারছি না । কোনওরকমে এক বেলা দুই-তিন ঘণ্টার জন্য দোকান খুলছি । বাকি সময় বন্ধ রাখতে বাধ্য হচ্ছি । জিনিসপত্র না পেলে কী বিক্রি করব?"