পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্যাকেজে ‘মমতা’ মিলছে বইমেলায়, দাম  2000 টাকা

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের 101 টি বইয়ের সম্পূর্ণ প্যাকেজ পাওয়া যাচ্ছে 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । এছাড়া তাঁর সুর করা গানের সিডি, কবিতার সিডি, শিশুদের ছড়ার সিডিও পাওয়া যাচ্ছে ৷

mamata books
মমতা বন্দোপাধ্যায়ের 101 টি বইয়ের সম্পূর্ণ প্যাকেজ

By

Published : Feb 8, 2020, 9:47 AM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: মমতা বন্দ্যোপাধ্য়ায় কেবল দলনেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী নন ৷ তিনি কবি, চিত্রশিল্পী এবং লেখকও ৷ প্রতিবছরই বইমেলায় তার নতুন বই প্রকাশিত হয় ৷ এইবছরও তার ব্যতিক্রম হয়নি, লেখক মমতার 101 টি বইয়ের সম্পূর্ণ প্যাকেজ পাওয়া যাচ্ছে 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ।

এই প্যাকেজে থাকছে মোট 101টি বই,দাম প্রায় 2000 টাকা৷ এরমধ্যে সম্প্রতি প্রকাশিত বইগুলি ছাড়াও তার লেখা পুরোনো বইগুলি থাকবে ৷ এছাড়া তাঁর সুর করা গানের সিডি, কবিতার সিডি, শিশুদের ছড়ার সিডিও পাওয়া যাচ্ছে ৷ বইয়ের সঙ্গে অর্ডার করলে ক্রেতাদের কাছে পৌছে যাবে এই সিডিগুলিও ৷

তৃণমূলের শ্রমিকসংগঠনের নেত্রী দোলা সেন বলেন, ‘‘এবছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 13টি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে 6টি ইংরেজি, 6টি বাংলা ও একটি উর্দু ভাষায় । সবকটি বই-ই খুব ভালো বিক্রি হচ্ছে । আজ 12 বছর ধরে আমি জাগোবাংলার স্টলে বসছি, আমি দেখেছি এই 12 বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলি ‘বেস্ট সেলার’ । বইমেলায় আর কোনও স্টলে একক লেখকের বই বিক্রি হয় না । আমাদের ষ্টলে সবাই ওনার বই-ই কিনতে আসেন । এইবছর ‘জীবন সংগ্রাম’, ‘সেরা মমতা’ বা ‘চলো যাই’ বইগুলোর চাহিদা রয়েছে । এর পাশাপাশি ‘নোট বাতিল’, ‘পরিবর্তন’, ‘নাগরিকত্ব আতঙ্ক’ এই বইগুলিরও প্রচুর চাহিদা রয়েছে ।


তাঁর কবিতা, গল্প, উপন্যাস, জীবন কাহিনী, রাজনৈতিক প্রবন্ধ সহ বর্তমানের NRC ও CAA নিয়ে লেখা সব বই-ই হটকেকের মতো বিক্রি হচ্ছে । সব বইগুলি মিলিয়ে প্যাকেজ হিসাবে জাগো বাংলার স্টলে বিক্রি হচ্ছে । যেই বইগুলি আগে লিখেছিলেন, যা অন্যান্য দোকানে অনেক সময় পাওয়া যায় না, যেমন তার প্রথম জীবনে লেখা ‘অনুভূতি’, ‘উপলব্ধি’ ও ‘একান্তে’ বইগুলিও পাওয়া যাচ্ছে ৷ চাহিদাও রয়েছে প্রচুর ।

ABOUT THE AUTHOR

...view details