কলকাতা, 13 নভেম্বর : চিকিৎসায় গাফিলতির জেরেই মাস চারেকের শিশুকন্যার মৃত্যু হয়েছে । মা-বাবার এমন অভিযোগের জেরে, অবশেষে তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর তিন মাসের জন্য বাতিলের নির্দেশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল । অথচ, 2017 সালের এপ্রিল মাসের এই ঘটনায় এখনও পর্যন্ত আদালতে চার্জশিট পেশ করেনি পুলিশ । এমন দাবি জানিয়ে মৃত ওই শিশুর মা-বাবা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যাতে শীঘ্রই চার্জশিট আদালতে পেশ করে পুলিশ । শুধুমাত্র, তা-ই নয় । তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর তিন মাসের জন্য বাতিলের নির্দেশ, এই শাস্তি যথাযথ নয় বলে তাঁরা মনে করছেন । ফলত, এই নির্দেশ যাতে ফের বিবেচনা করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আবেদন জানাতে চাইছেন মৃত ওই শিশুর মা-বাবা ।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়ার আবেদন মৃত ওই শিশুর নাম কুহেলি চক্রবর্তী । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে 2017 সালের 19 এপ্রিল ঠাকুরপুকুরের বাসিন্দা এই শিশুকন্যার মৃত্যু হয় । এই ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন শিশুটির মা-বাবা । ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে চার চিকিৎসকের বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেন । অবশেষে, গত পয়লা নভেম্বরের একটি নির্দেশে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল জানিয়েছে, তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর তিন মাসের জন্য বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গত শুক্রবার, 8 নভেম্বর এই নির্দেশ সংক্রান্ত বিষয়টি কাউন্সিলের চিঠির মাধ্যমে জানতে পারেন মৃত ওই শিশুর বাবা অভিজিৎ চক্রবর্তী এবং মা শালু চক্রবর্তী । কাউন্সিল সূত্রে খবর, অভিযুক্ত চার চিকিৎসকের মধ্যে একজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ মেলেনি । ওই চিকিৎসকের নামে চার্জ গঠনও করা হয়নি । বাকি তিন চিকিৎসক যেদিন থেকে কাউন্সিলের এই নির্দেশের কপি চিঠির মাধ্যমে জানতে পারবেন, সেদিন থেকে পরবর্তী তিন মাসের জন্য তাঁদের রেজিস্ট্রেশন নম্বর বাতিল হিসাবে গণ্য করা হবে । এই নির্দেশের চিঠি ওই তিন চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। এই নির্দেশের বিষয়ে গত 8 নভেম্বর অভিজিৎ চক্রবর্তী জানিয়েছিলেন, কাউন্সিলের এই সিদ্ধান্তে তাঁরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ । তাঁরা সন্তুষ্ট নন । ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এই নির্দেশ রিভিউ করার জন্য তাঁরা আবেদন জানাবেন বলেও তিনি জানিয়েছিলেন । এর কারণ হিসাবে তিনি জানান, রিভিউ করা হলে শাস্তির মেয়াদ বাড়বে ছাড়া কমবে না । এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা দেখা করতে চাইছেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে যাতে তাঁরা দেখা করে এই বিষয়ে কথা বলতে পারেন, তার জন্য ইতিমধ্যেই আবেদনও জানিয়েছেন মৃত ওই শিশুর মা-বাবা। অভিজিৎ চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আমরা আবেদন করেছি ।" একই সঙ্গে তিনি বলেন, "পুলিশ যাতে শীঘ্রই চার্জশিট পেশ করে আদালতে, তার জন্য আমরা ফুলবাগান থানায় আবেদন জানিয়েছি । আশা করছি শীঘ্রই আদালতে চার্জশিট পেশ করবে পুলিশ ।"