কলকাতা, 3 জুন : কলকাতার রাস্তায় আজ থেকে মিলেছে আরও বেশ কয়েকটি রুটের বেসরকারি বাস। তবে এবার অভিযোগ উঠল যে, দু-একটি রুটের বাসের গায়ে বড় বড় করে "কোভিড 19 স্পেশাল ফেয়ার" লেখা স্টিকার লাগিয়ে নেওয়া হচ্ছে বেশি ভাড়া ।
বাস মালিক সংগঠনের সঙ্গে ভাড়া বৃদ্ধি নিয়ে প্রশাসনের যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তা ধীরে ধীরে কাটছে। তাই আজ সকাল থেকেই 230 নম্বর রুটের 25 থেকে 30টি বাস রাস্তায় নেমেছে। তবে অভিযোগ, তাঁরা বাসের উপর "কোভিড 19 স্পেশাল ফেয়ার" লেখা স্টিকার লাগিয়ে 5 থেকে 10 টাকা ভাড়া বৃদ্ধি করে বাস চালাচ্ছে। ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস অনার্স অপারেটরস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ ঘোষ বলেন যে, "আমাদের সংগঠনের একটি রুটেই আজ এই ঘটনা ঘটেছে। কামারহাটি থেকে আলিপুর জু গামী 230 নম্বর রুটের কয়েকজন বাস মালিক সকালবেলায় এইধরণের স্টিকার লাগিয়ে বাস চালিয়েছেন। তবে আমি খবর পাওয়া মাত্রই সবকটি বাস থেকে কাগজ খুলিয়ে দিয়েছি। এইভাবে কেউ স্টিকার লাগিয়ে ভাড়া বাড়িয়ে বাস চালাতে পারেন না। আমরা যে রেগুলেটরি কমিটির প্রস্তাব করেছি, সেই কমিটি যতক্ষণ না ভাড়া বাড়ানোর নির্দেশ দিচ্ছে ততক্ষণ আমরা ভাড়া বাড়াতে পারি না। আমরা কড়া নির্দেশ দিয়েছি যে, যদি বাস চালাতে হয় তাহলে পুরনো ভাড়াতেই বাস চালাতে হবে, না হলে বাস পরিষেবা বন্ধ রাখতে হবে।"