কলকাতা, 29 জানুয়ারি : গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷ সম্প্রতি কেন্দ্রের পদ্মসম্মান প্রত্যাখ্যান করেছেন বাংলার তিন খ্যাতনামা ৷ গত 25 জানুয়ারি এই ঘটনার পরদিন বেলঘরিয়ার এক পুষ্প প্রদর্শনীতে কেন্দ্রকে তোপ দাগেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ পদ্ম ছিঁড়ে পুষ্প প্রদর্শনী থেকে বাংলায় জাতীয় ফুল বয়কটের ডাক দেন তিনি।
প্রকাশ্যে জাতীয় ফুলের অবমাননার ঘটনায় মদন মিত্রের বিরুদ্ধে ইতিউতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন অনেকেই ৷ শনিবার ঘটনার প্রতিবাদে অভিযোগ দায়ের হল কামারহাটি বিধায়কের বিরুদ্ধে (Complaint Lodged Against Madan Mitra for insulting the national flower) ৷ উত্তর কলকাতা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ রমজান আলি-সহ কয়েকজন বিজেপি কর্মী রহড়া থানায় এসে এদিন মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শেখ রমজান আলি এদিন রহড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসারকে সৌজন্যমূলক পদ্মফুল প্রদান করতে গেলে অফিসার তা গ্রহণে অস্বীকার করেন।