পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নারদ-কাণ্ডে গ্রেফতারি নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ গড়িয়াহাট থানায় - CBI

2016 সালে প্রথমবার সামনে আসে নারদ স্টিং অপারেশনের বিষয়টি ৷

নারদ-কাণ্ডে গ্রেফতারি নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ গড়িয়াহাট থানায়
নারদ-কাণ্ডে গ্রেফতারি নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ গড়িয়াহাট থানায়

By

Published : May 19, 2021, 3:20 PM IST

কলকাতা, 19 মে : গত 17 মে তৃণমূলের তিন হেভিওয়েট নেতাকে নিজাম প্যালেসে তুলে আনার ঘটনায়, সিবিআইয়ের বিরুদ্ধে লালবাজারে চিঠি পাঠিয়ে অভিযোগ দায়ের করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য । এবার সেই অভিযোগ সরাসরি লালবাজার থেকে পাঠানো হল গড়িয়াহাট থানায় । এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘যেহেতু আমি গড়িয়াহাট থানার আওতায় থাকি, ফলে লালবাজারে দায়ের করা অভিযোগটি স্থানীয় গড়িয়াহাট থানায় রেকর্ড করা হল ।’’ জানা গিয়েছে যে চন্দ্রিমা ভট্টাচার্যের দ্বারাই অভিযোগটি জমা পড়েছে স্থানীয় গড়িয়াহাট থানায় ।

গত সোমবার সকালে ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাজির হয় সিবিআই ৷ তার পর তাঁদের সেখান থেকে কলকাতায় সিবিআই-এর দফতর নিজাম প্যালেসে নিয়ে আসা হয় ৷ পরে তাঁদের গ্রেফতার দেখানো হয় ৷ এই ঘটনাকে অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এবার সেই অভিযোগের তদন্ত করবে গড়িয়াহাট থানার পুলিশ ৷

2016 সালে প্রথমবার সামনে আসে নারদ স্টিং অপারেশনের বিষয়টি ৷ সেই সময় গোপন ক্যামেরায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে টাকা নিতে দেখা যায় ৷ সেই ঘটনার তদন্তে গত সোমবার প্রথম চার্জশিট পেশ করে সিবিআই ৷ কিন্তু তার আগে গ্রেফতার করা হয় চারজনকে ৷ ব্যাঙ্কশাল কোর্ট থেকে চার জন জামিন পেলেও, পরে হাইকোর্ট অভিযুক্তদের জেল হেফাজতে পাঠায় ৷ সেই নিয়ে আজ, বুধবার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে ৷

আরও পড়ুন :নারদ লাইভ : হাইকোর্টে শুরু শোভন-ববিদের শুনানি

ABOUT THE AUTHOR

...view details