পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ষবরণে নিয়ম না মেনে DJ , 3 অভিজাত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের - dj in new year fest

নিয়মের পরোয়া না করেই বর্ষবরণের রাতে চলছিল DJ । কলকাতার 3টি অভিজাত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পরিবেশ দপ্তর ।

FIR against elite clubs
অভিজাত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ

By

Published : Jan 3, 2020, 5:18 AM IST

Updated : Jan 3, 2020, 5:52 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : তারস্বরে বাজছিল DJ। সঙ্গে দেদার খানাপিনা, হইহুল্লোড় । কোথাও যে নিয়ম ভাঙা হচ্ছে, তার কোনও হুঁশই ছিল না । তবে শেষমেশ রেহাই পাওয়া গেল না । কলকাতার তিন অভিজাত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পরিবেশ দপ্তর ।

বর্ষবরণ উপলক্ষে কলকাতার নানা ক্লাবে নানান ইভেন্টের আয়োজন করা হয়েছিল । অনেক ক্লাবে মেম্বার এবং গেস্টদের জন্য ছিল DJ নাইট । তবে ক্লাবগুলিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত DJ বাজানোর অনুমতি দিয়েছিল প্রশাসন । কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় পেরোলেই আর বাজানো যাবে না DJ। কিন্তু বেশ কয়েকটি ক্লাব মানেনি সেই নিয়ম । রবীন্দ্র সরোবরের দুই অভিজাত ক্লাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবেশ দপ্তর । পাশাপাশি শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি ক্লাবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, নিয়ম না মেনে ওই ক্লাবগুলির DJ বাজানোর ফুটেজ় এবং সাউন্ড ক্লিপ তাদের হাতে এসেছে । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে । তবে, শুধু কলকাতা নয় হাওড়ার দুটি ক্লাবের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে । দায়ের হয়েছে মামলা । এপ্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার বলেন, " অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি আমরা । পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।"

Last Updated : Jan 3, 2020, 5:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details