পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আয়লার সময় কেন্দ্রের প্যাকেজের বিরোধিতা করেন মমতা, বললেন বাম বিশিষ্টরা - বুদ্ধদেব গুহ

বুদ্ধদেব ভট্টাচার্য আয়লা বিধ্বস্ত মানুষের কাছে অটো করে পৌঁছে যান। মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের "এরিয়াল ভিউ" নেন, বললেন বুদ্ধিজীবীদের একাংশ। তাঁদের আরও অভিযোগ, আয়লার সময় কেন্দ্রের আর্থিক প্যাকেজ যাতে রাজ্য না পায় চিঠি দিয়ে তাঁর ব্যবস্থা করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী।

Comparison of Mamata and Buddhadeb
কলকাতা

By

Published : May 23, 2020, 10:11 PM IST

কলকাতা, 23 মে : তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2009 সালের সুপার সাইক্লোন আয়লার পর ছুটে গিয়েছিলেন সুন্দরবন অঞ্চলে। বর্তমান মুখ্যমন্ত্রী আকাশ পথে প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত অবস্থায় "এরিয়াল ভিউ" নেন, মন্তব্য এ রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশের। তাঁদের আরও অভিযোগ, আয়লার সময় কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজ চেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। বাধা দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে কেন্দ্রকে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে যেন আর্থিক সাহায্য না করা হয়।

"সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গিয়েছে দুই 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর। বিশেষ করে সুন্দরবনের অবস্থা ভয়ঙ্কর। বর্তমান মুখ্যমন্ত্রী সুন্দরবনে যাননি। শহরে বসেই খবর নিয়েছেন। কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজও দাবি করেছেন রাজ্যের স্বার্থে। সেই দাবিকে মানুষের স্বার্থে বামপন্থীরা কিন্তু বিরোধিতা করেনি।" বললেন শিক্ষাবিদ পবিত্র সরকার।

তিনি আরও বলেন, "আয়লার সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর সুন্দরবনে যাওয়া তাৎপর্যপূর্ণ। বর্তমান মুখ্যমন্ত্রী সময়ের অভাবে আকাশপথে পরিদর্শন করেছেন। গুরুত্ব এতটাই, প্রধানমন্ত্রীর সঙ্গেই তিনি পরিদর্শন করেছেন। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অটোয় চেপে আয়লা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন।"

সাহিত্যিক বুদ্ধদেব গুহ বললেন, "যখন আকাশ পথে সফর সারছেন মন্ত্রীরা, তখনই প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় দুর্গত মানুষের জন্য ছুটে বেড়াচ্ছেন। ত্রিপল, ওষুধ, খাবার নিয়ে বরাবরের মতো হাজির তিনি। এলাকায় নেই স্থানীয় বিধায়ক। দুর্নীতির অভিযোগে এলাকাছাড়া তিনি। ভয়ঙ্কর আশঙ্কার কথা!"

তবে, রাজ্য রাজনীতি নিয়ে আর মাথা ঘামান না বুদ্ধদেব গুহ। স্মৃতিতেই ভালো আছেন। বললেন, "এখন যেটা চলছে সেটা কী আদৌ রাজনীতি? নাকি অন্য কিছু? কাজের থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কাজটাই বেশি চলছে।"

ABOUT THE AUTHOR

...view details