কলকাতা, 23 মে : তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2009 সালের সুপার সাইক্লোন আয়লার পর ছুটে গিয়েছিলেন সুন্দরবন অঞ্চলে। বর্তমান মুখ্যমন্ত্রী আকাশ পথে প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত অবস্থায় "এরিয়াল ভিউ" নেন, মন্তব্য এ রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশের। তাঁদের আরও অভিযোগ, আয়লার সময় কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজ চেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। বাধা দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে কেন্দ্রকে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে যেন আর্থিক সাহায্য না করা হয়।
"সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গিয়েছে দুই 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর। বিশেষ করে সুন্দরবনের অবস্থা ভয়ঙ্কর। বর্তমান মুখ্যমন্ত্রী সুন্দরবনে যাননি। শহরে বসেই খবর নিয়েছেন। কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজও দাবি করেছেন রাজ্যের স্বার্থে। সেই দাবিকে মানুষের স্বার্থে বামপন্থীরা কিন্তু বিরোধিতা করেনি।" বললেন শিক্ষাবিদ পবিত্র সরকার।