কলকাতা, 23 মে : সকাল থেকে রাস্তায় নামলেও অটোর চাকা ঘোরেনি উল্টোডাঙ্গা রুটের । সপ্তাহের প্রথম দিনেই উল্টোডাঙ্গা থেকে একাধিক রুটের অটো বন্ধ থাকার দরুন দুর্ভোগের মুখে পড়তে হল যাত্রীদের । সকাল থেকেই বন্ধ রয়েছে উল্টোডাঙা থেকে আহিরীটোলা লঞ্চঘাট, উল্টোডাঙ্গা-শোভাবাজার, উল্টোডাঙ্গা-নিমতলা ঘাট, উল্টোডাঙ্গা-জোড়াবাগান এই চারটে রুটের আড়াই হাজার অটো (Commuters face problems due to auto strike)।
বিভিন্ন জেলা থেকে উল্টোডাঙা স্টেশনে নেমে যে সমস্ত নিত্যযাত্রী তাদের কর্মস্থলে পৌঁছায় তাঁরা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েন সোমবার । এই অটো বন্ধ থাকার কারণ হিসাবে অটো চালকরা কাঠগোড়ায় তুলছেন কলকাতা ট্রাফিক পুলিশকে । তাদের অভিযোগ, আগে তাঁরা স্টেশন পেরিয়েই 15 নম্বর বাস স্ট্যান্ডের সামনে থেকে অটোগুলি ঘোড়াতেন । সল্টলেক-উল্টোডাঙ্গা, বাগুইআটি-উল্টোডাঙ্গা একাধিক রুটের অটো স্টেশন পেরিয়ে সেই একই রুটের গাড়ি ঘোরাতো ।
ভোগান্তির মুখে পড়েছে নিত্যযাত্রীরা যানজট তৈরি হওয়ার অজুহাত দেখিয়ে আজ থেকে পুলিশ নির্দেশ দিয়েছে, মুচিবাজার মোড় থেকে সমস্ত অটো ঘোরানোর জন্য । ফলে সল্টলেক, বাগুইআটি থেকে যারা উল্টোডাঙায় নেমে আবার অটো ধরতেন তাদের আর নতুন করে উল্টোডাঙা থেকে অটো ধরতে হবে না । অনেকেই মুচিবাজার পর্যন্ত টানা একটি অটোতেই চলে যাবেন (Auto Strike in Ultadanga Routes)।
আরও পড়ুন :Justice Abhijit Gangopadhyay: ডব্লিউবিসিএস অফিসার থেকে বিচারপতি, নজরকাড়া কেরিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
আর এর জেরে উল্টোডাঙার রুটের অটো এতদিন ছোট দূরত্বের যে যাত্রীগুলি তুলত তা আর পাবেন না । তবে মুচিবাজার থেকে অটো ঘোরাতে হলে তাদের অতিরিক্ত গ্যাস খরচ করতে হবে । একদিকে যেমন যাত্রী না পাওয়ায় ক্ষতি হবে, অন্যদিকে বাড়তি গ্যাস খরচে ও তাদের আর্থিক ক্ষতি হবে । আর এর প্রতিবাদ জানিয়ে আজকের অটো বন্ধ রেখেছেন চালকরা ।
সপ্তাহের প্রথম দিনেই উল্টোডাঙা থেকে একাধিক রুটের অটো বন্ধ