কলকাতা, 27 ডিসেম্বর : লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় । সোমবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে হওয়া বৈঠকে তাঁর নামেই সিলমোহর দেওয়া হয় (Meeting on West Bengal Lokayukt) । এবার বৈঠকের পর লোকায়ুক্ত হিসাবে অসীম রায়ের নাম পাঠানো হবে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে । রাজ্যপাল অনুমোদন দিলেই তাঁকে লোকায়ুক্ত হিসেবে নিয়োগ করা হবে । একইভাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে সিলমোহর দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নামে (Lokayukt and HRC Chairman Recruitment) ।
এদিন দুপুর বারোটা নাগাদ বিধানসভায় এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুপুরে প্রথম লোকায়ুক্ত নিয়োগের বৈঠক হয় । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরেই হয় এই বৈঠক । বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । ভার্চুয়ালি বৈঠকে ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু বৈঠকে ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, লোকায়ুক্ত হিসেবে কার নামে সিলমোহর দেওয়া হবে তা পূর্বনির্ধারিত । ফলে বৈঠকের নামে এই প্রহসনে যুক্ত হতে রাজি নন তিনি । জানা গিয়েছে, লোকায়ুক্ত পদের জন্য রাজ্যপালের কাছে আলাদাভাবে নাম পাঠাবেন তিনি ৷
পাশাপাশি এদিন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং তাঁর একজন সদস্য নিয়োগ নিয়ে বৈঠক হয় । সেই বৈঠকেও গরহাজির ছিলেন বিরোধী দলনেতা । কয়েকদিন আগেই হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অবসর নিয়েছেন । অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন আইপিএস নপরাজিত মুখোপাধ্যায় । তাঁর জায়গাতেই কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে ঠিক করা হয়েছে ।