পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Lokayukt and HRC Chairman : লোকায়ুক্ত হিসেবে অসীম রায়ের নামে সিলমোহর কমিটির, পৃথক নাম পাঠাবেন শুভেন্দু - Lokayukt and HRC Chairman Recruitment

বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন তথ্য কমিশনার হিসেবে প্রাক্তন ডিজি বীরেন্দ্র এবং নবীন প্রকাশের নামে ছাড়পত্র দিয়েছিল কমিটি । কিন্তু সেক্ষেত্রে দু’মাস কেটে গেলেও সেই নামে চূড়ান্ত সম্মতি দেননি রাজ্যপাল জগদীপ ধনকড় । মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং লোকায়ুক্ত নিয়োগের ক্ষেত্রেও রাজ্যপাল একই ভূমিকা পালন করেন কি না সেটাই এখন দেখার (Lokayukt and HRC Chairman Recruitment) ৷

Lokayukt and HRC Chairman
লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়

By

Published : Dec 27, 2021, 5:03 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় । সোমবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে হওয়া বৈঠকে তাঁর নামেই সিলমোহর দেওয়া হয় (Meeting on West Bengal Lokayukt) । এবার বৈঠকের পর লোকায়ুক্ত হিসাবে অসীম রায়ের নাম পাঠানো হবে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে । রাজ্যপাল অনুমোদন দিলেই তাঁকে লোকায়ুক্ত হিসেবে নিয়োগ করা হবে । একইভাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে সিলমোহর দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নামে (Lokayukt and HRC Chairman Recruitment) ।

এদিন দুপুর বারোটা নাগাদ বিধানসভায় এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুপুরে প্রথম লোকায়ুক্ত নিয়োগের বৈঠক হয় । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরেই হয় এই বৈঠক । বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । ভার্চুয়ালি বৈঠকে ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু বৈঠকে ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, লোকায়ুক্ত হিসেবে কার নামে সিলমোহর দেওয়া হবে তা পূর্বনির্ধারিত । ফলে বৈঠকের নামে এই প্রহসনে যুক্ত হতে রাজি নন তিনি । জানা গিয়েছে, লোকায়ুক্ত পদের জন্য রাজ্যপালের কাছে আলাদাভাবে নাম পাঠাবেন তিনি ৷

পাশাপাশি এদিন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং তাঁর একজন সদস্য নিয়োগ নিয়ে বৈঠক হয় । সেই বৈঠকেও গরহাজির ছিলেন বিরোধী দলনেতা । কয়েকদিন আগেই হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অবসর নিয়েছেন । অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন আইপিএস নপরাজিত মুখোপাধ্যায় । তাঁর জায়গাতেই কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে ঠিক করা হয়েছে ।

আরও পড়ুন : Municipal Corporation Election : 22 জানুয়ারি চার পৌরনিগমে ভোট, 25-এ গণনা

নিয়ম অনুযায়ী, কমিটি লোকায়ুক্ত ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের জন্য বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা একসঙ্গে বসে তিনটি নাম চূড়ান্ত করেন । সেই নামগুলি রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠাতে হয় । তালিকায় প্রথম যে নাম থাকে, সাধারণত সেই নামই বেছে নেন রাজ্যপাল । তবে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক যেভাবে আদায়-কাঁচকলায় পরিণত হয়েছে, তাতে তিনি একেবারেই এই নামগুলিকে চূড়ান্ত অনুমোদন দেন কিনা সেটাই এখন দেখার ।

আরও পড়ুন :বিধানসভায় লোকায়ুক্ত-মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নিয়োগ নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, গরহাজির শুভেন্দু

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জাতীয় মানবাধিকার কমিশনের যে নিয়ম, সেটাই আমরা মেনে চলি । কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোই নিয়ম । সংবিধানে সেটাই বলা আছে । প্রত্যেকের নিজেদের গণ্ডি মেনে চলা উচিত । এর বেশি আমার আর কিছু বলার নেই ।’’

ABOUT THE AUTHOR

...view details