কলকাতা, 6 অগাস্ট : কলেজ স্কয়্যারের সুইমিং পুলে কিশোরের মৃত্যুর জেরে আগামী সাতদিন সেখানকার ক্লাবগুলিতে সাঁতার প্রশিক্ষণ বন্ধ থাকবে ৷ খতিয়ে দেখা হবে ক্লাবগুলির পরিকাঠামো ৷ তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, কবে থেকে চালু হবে সাঁতার প্রশিক্ষণ ৷ এছাড়াও, চলতি বছর ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট সুইমিং ক্লাবের শিক্ষানবিশরা আর জলে নামার অনুমতি পাবে না ৷ গতকাল একথা জানান কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার ।
রবিরার কলেজ স্কয়্যারের সুইমিং পুলে মৃত্যু হয় 17 বছরের এক কিশোরের ৷ এরপর গতকাল কলেজ স্কয়্যারের সুইমিং ক্লাবগুলির সঙ্গে বৈঠক করেন দেবাশিসবাবু ৷ বৈঠকের পর তিনি জানান, ক্লাবগুলির অডিট হবে ৷ এর আগেও, কলেজ স্কয়্যারের সুইমিং পুলে মৃত্যু হয়েছে ৷ তাহলে কি ক্লাবগুলি নিয়ম মানছে না ? এনিয়ে দেবাশিসবাবু বলেন, "অনেকেই করছে (মানছে) ৷ আমরা আলোচনা করলাম ৷ অনেকেরই লাইফ সেভার আছে ৷ পর্যাপ্ত ট্রেনার দুর্ঘটনার দিনও ছিল ৷ সাঁতারু ও ট্রেনারের অনুপাতও ঠিক ছিল ৷ গাইডলাইন অনুযায়ী কাজ হচ্ছে বলে অনেকেই বলেছেন ৷ সেটা আমরা দেখব ৷"