পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিক্ষানবিশদের জন্য পৃথক সুইমিং পুল তৈরির পরিকল্পনা কলকাতা পৌরনিগমের - শিক্ষানবিশদের প্রশিক্ষণ

কলেজ স্কয়্যারের সুইমিং পুলে ডুবে মৃত্যু হয়েছিল কিশোরের ৷ এনিয়ে ক্লাবগুলির সঙ্গে বৈঠক করেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার । সেখানে শিক্ষানবিশদের জন্য পৃথক সুইমিং পুল তৈরির পরিকল্পনা জানান তিনি ৷

কলেজ স্কয়্যার

By

Published : Aug 6, 2019, 5:44 AM IST

Updated : Aug 6, 2019, 7:23 AM IST

কলকাতা, 6 অগাস্ট : কলেজ স্কয়্যারের সুইমিং পুলে কিশোরের মৃত্যুর জেরে আগামী সাতদিন সেখানকার ক্লাবগুলিতে সাঁতার প্রশিক্ষণ বন্ধ থাকবে ৷ খতিয়ে দেখা হবে ক্লাবগুলির পরিকাঠামো ৷ তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, কবে থেকে চালু হবে সাঁতার প্রশিক্ষণ ৷ এছাড়াও, চলতি বছর ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট সুইমিং ক্লাবের শিক্ষানবিশরা আর জলে নামার অনুমতি পাবে না ৷ গতকাল একথা জানান কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার ।

রবিরার কলেজ স্কয়্যারের সুইমিং পুলে মৃত্যু হয় 17 বছরের এক কিশোরের ৷ এরপর গতকাল কলেজ স্কয়্যারের সুইমিং ক্লাবগুলির সঙ্গে বৈঠক করেন দেবাশিসবাবু ৷ বৈঠকের পর তিনি জানান, ক্লাবগুলির অডিট হবে ৷ এর আগেও, কলেজ স্কয়্যারের সুইমিং পুলে মৃত্যু হয়েছে ৷ তাহলে কি ক্লাবগুলি নিয়ম মানছে না ? এনিয়ে দেবাশিসবাবু বলেন, "অনেকেই করছে (মানছে) ৷ আমরা আলোচনা করলাম ৷ অনেকেরই লাইফ সেভার আছে ৷ পর্যাপ্ত ট্রেনার দুর্ঘটনার দিনও ছিল ৷ সাঁতারু ও ট্রেনারের অনুপাতও ঠিক ছিল ৷ গাইডলাইন অনুযায়ী কাজ হচ্ছে বলে অনেকেই বলেছেন ৷ সেটা আমরা দেখব ৷"

এই সংক্রান্ত আরও খবর :কলেজ স্কয়্যারের সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের

তাহলে মৃত্যুর কারণ কী ? এনিয়ে দেবাশিসবাবু বলেন, "একটা ছেলে জোর করে নেমে গেছে বলে তাঁরা জানিয়েছেন ৷ তার নামার কথা নয় ৷ মাত্র তিনদিন (সাঁতার) শিখছে ৷ সে চলে যাওয়ার পিছনে নিশ্চয়ই ক্লাবের দোষ আছে ৷ কীভাবে চলে গেল ? ক্লাবের বক্তব্য, পর্যাপ্ত ট্রেনার ছিল ৷ আমরা রেজিস্ট্রার খতিয়ে দেখেছি যে সেটা ঠিক ৷ " মেয়র পারিষদ (উদ্যান) আরও জানান, প্রতিটি ক্লাবকে সাঁতারু ও ট্রেনারের পাশাপাশি লাইফ সেভারের সংখ্যাও জানাতে হবে ৷ এছাড়াও কলকাতা পৌরনিগমের তরফে শিক্ষানবিশদের জন্য কয়েকটি পৃথক সুইমিং পুল রয়েছে ৷ আগামী সেশনের আগে সবকটি জায়গায় বিশেষত কলেজ স্কয়্যারে শিক্ষানবিশদের জন্য এরকম পৃথক সুইমিং পুল করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

Last Updated : Aug 6, 2019, 7:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details