কলকাতা, ৪ নভেম্বর : রাজ্যের অধ্যাপক পদে নিয়োগ হতে চাওয়া প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল কলেজ সার্ভিস কমিশন। কলেজে অধ্যাপক পদের নিয়োগ হওয়ার জন্য যোগ্যতামান নির্ধারণের পরীক্ষা SET-এ অন্তর্ভুক্ত হতে চলেছে আরও তিনটি নতুন বিষয়। ইতিমধ্যেই সেই বিষয়গুলির জন্য অনুমোদন চেয়ে UGC-র কাছে চিঠিও পাঠানো হয়ে গেছে বলে জানাচ্ছেন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর। তিনি জানান, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যানেজমেন্ট ও আরবি, এই তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
UGC-র অনুমোদন পেলে SET পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে 3টি নতুন বিষয় - ugc
বিগত কয়েক বছরে তার সঙ্গে সাঁওতালি, আইন, জিওলজি, মিউজিক, নেপালির মতো একাধিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এগুলির অন্তর্ভুক্তিকরণ হয়ে শেষ SET-এ মোট 30টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। UGC-র অনুমোদন পেলেই পরবর্তী SET পরীক্ষায় আরও তিনটি বিষয় অন্তর্ভুক্ত হয়ে যাবে।
প্রথমদিকে 23টি বিষয়ে SET পরীক্ষা নেওয়া হত । বিগত কয়েক বছরে তার সঙ্গে সাঁওতালি, আইন, জিওলজি, মিউজিক, নেপালির মতো একাধিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এগুলির অন্তর্ভুক্তিকরণ হয়ে শেষ SET-এ মোট 30টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। UGC-র অনুমোদন পেলেই পরবর্তী SET পরীক্ষায় আরও তিনটি বিষয় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ প্রসঙ্গে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর বলেন, এবারে মোট তিনটে বিষয় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে । এর মধ্য়ে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যানেজমেন্ট ও আরবি। মুখ্যমন্ত্রী বর্ধমানে যখন গেছিলেন তখন এই তিনটি বিষয়ে SET পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছিলেন ছাত্র-ছাত্রীরা। সেই আবেদন আসে কলেজ সার্ভিস কমিশনের কাছে। তারপরেই কমিশন UGC-র কাছে এই তিনটি বিষয়ে SET পরীক্ষা নিতে অনুমোদন চেয়ে আবেদন করেছে ৷
প্রতি বছর বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সহকারী অধ্যাপক পদের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা SET পরিচালনা করে কলেজ সার্ভিস কমিশন। চলতি বছর 19 জানুয়ারি হয়েছিল SET পরীক্ষা। মোট 48 হাজার 600 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এই পরীক্ষায়। কোরোনা আবহে কিছুদিন দেরিতে হলেও প্রকাশিত হয়ে গেছে কলেজ সার্ভিস কমিশন পরিচালিত 22তম SET পরীক্ষার ফলাফল। এখন অপেক্ষা পরবর্তী SET-এর বিজ্ঞপ্তির। প্রতি বছর সাধারণত অগাস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ SET পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয় WBCSC। কিন্তু, নভেম্বর মাস চলে এলেও এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি বিজ্ঞপ্তি। কবে প্রকাশিত হবে পরবর্তী SET পরীক্ষার বিজ্ঞপ্তি ?
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর জানান, প্রতি তিন বছর অন্তর কলেজে অধ্যাপক পদে নিয়োগ হওয়ার যোগ্যতামান নির্ধারণের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে অনুমোদন নিতে হয় রাজ্যকে। 2017 সালে UGC-র থেকে পাওয়া অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই পরবর্তী NET পরীক্ষা নেওয়ার আগে প্রয়োজন UGC-র অনুমোদনের। ইতিমধ্যেই আগের 30টি বিষয় ও নতুন তিনটি বিষয়ে SET পরীক্ষা নেওয়ার অনুমোদন চেয়ে UGC-কে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসেই। তার প্রেক্ষিতে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে পরবর্তী NET পরীক্ষার বিজ্ঞপ্তি।