পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 20, 2021, 8:11 PM IST

ETV Bharat / city

Cold Wave Forecast : আগামী 24 ঘণ্টা 10 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা, উষ্ণতা বাড়বে বড়দিনে

ডিসেম্বরের শেষ লগ্নে শীতের দাপুটে ব্যাটিং ৷ সোমবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল কলকাতা ৷ পারদ নামল 11.2 ডিগ্রি সেলসিয়াসে ৷ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.5 ডিগ্রি সেলসিয়াস ৷ আগামী 24 ঘণ্টা 10 জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের (Cold Wave forecast for 10 districts) ৷ তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বড়দিনে বাড়তে পারে তাপমাত্রা ৷

cold wave forecast for 10 districts for next 24 hours
Cold Wave Forecast : আগামী 24 ঘণ্টা 10 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা, উষ্ণতা বাড়বে বড়দিনে

কলকাতা, 20 ডিসেম্বর : আগামী 24 ঘণ্টা রাজ্যের 10 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা (Cold Wave forecast for 10 districts) দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায় আগামী 24 ঘণ্টা শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে ৷ আবহবিদরা জানিয়েছেন, সংশ্লিষ্ট সবক’টি জেলাতেই আগামী 24 ঘণ্টায় আরও নামবে তাপমাত্রার পারদ ৷ শীত পড়বে জাঁকিয়ে ৷ সঙ্গে বইবে কনকনে শীতল হাওয়া ৷ 24 ঘণ্টা পর শৈত্যপ্রবাহ বন্ধ হয়ে গেলেও ঠান্ডা বজায় থাকবে ৷ কলকাতা ও জেলা, দুই ক্ষেত্রেই বজায় থাকবে শীতের আমেজ ৷ তবে 48 ঘণ্টা পর আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা ৷ মূলত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই চড়বে উষ্ণতার পারদ ৷ এর জেরে আগামী 25 ডিসেম্বর, অর্থাৎ বড়দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ৷ সোমবার একথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন :Weather Update : হেমন্তের হাত ধরে নামছে পারদ, বঙ্গে বাড়ছে শীতের আমেজ

প্রসঙ্গত, সোমবার ছিল মরশুমের শীতলতম দিন ৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস ৷ দু’টিই স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম ৷ অন্যদিকে, দার্জিলিংয়ে পারদ এদিন নেমে যায় 3.5 ডিগ্রি সেলসিয়াসে ৷ এছাড়া, গোটা রাজ্যেই একাধিক জায়গায় তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াসের নীচে ৷ এর মধ্যে রয়েছে কালিম্পং (7.5 ডিগ্রি সেলসিয়াস), পুরুলিয়া (7.5 ডিগ্রি সেলসিয়াস), পানাগড় (7.6 ডিগ্রি সেলসিয়াস), কলাইকুণ্ডা (7.5 ডিগ্রি সেলসিয়াস), শিলিগুড়ি (8.6 ডিগ্রি সেলসিয়াস), কোচবিহার (9.3 ডিগ্রি সেলসিয়াস) এবং দিঘা (9.6 ডিগ্রি সেলসিয়াস) ৷

আরও পড়ুন :West Bengal Weather Update : দীর্ঘায়িত হবে শীতের ইনিংস, পূর্বাভাস হাওয়া অফিসের

অর্থাৎ, সব মিলিয়ে ডিসেম্বরের শেষবেলায় দাপুটে ব্যাটিং শুরু হয়েছে শীতের ৷ আবহাওয়ার বড় কোনও হেরফের না হলে তার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷

ABOUT THE AUTHOR

...view details