কলকাতা, 7 সেপ্টেম্বর: আসানসোলের মতো লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের (CBI Raid on Moloy Ghatak House) ৷ কয়লাপাচার কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোল ও কলকাতার একাধিক বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ লেক গার্ডেন্সের বাড়িতে সিবিআই এর একটি বিশেষ প্রতিনিধি দল গিয়েছে ৷ সেই দলে মহিলা আধিকারিকরাও রয়েছেন ৷ পাশাপাশি, একই মামলায় রাজভবনের পাশে মন্ত্রী আবাসন এবং আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে ৷ সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ৷
এ দিন রাজ্যের মোট সাতটি জায়গায় সিবিআই এর আলাদা আলাদা দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালায় ৷ যার মধ্যে আসানসোলেও মলয় ঘটকের 3টি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এ দিন সকালে লেক গার্ডেন্সে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে প্রথম তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ সেখানে বিশাল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সেই দলে মহিলা আধিকারিকরাও রয়েছেন বলে জানা গিয়েছে ৷
অন্যদিকে, কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে যুক্ত এমন অভিযোগে আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতেও সিবিআই হানা দিয়েছে ৷ সেই বাড়িতে বেশ কিছু আলমারি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷ সেগুলিতে কী আছে তা জানতে চান তদন্তকারীরা । বেলা বাড়তে রাজভবনের কাছে মন্ত্রী আবাসনেও অভিযান চালায় সিবিআই ৷ সেখানে মলয় ঘটকের সরকারি বাসভবনে তল্লাশি চলছে বলে সিবিআই সূত্রে খবর ৷