পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coal Scam Investigation: হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বিকাশ মিশ্রকে, ফের আদালতে সিবিআই

হাসপাতাল থেকে না ছাড়ায় গ্রেফতারির পরেও কয়লা পাচারকাণ্ডে আদালতে পেশ করা গেল না বিকাশ মিশ্রকে (Bikash Mishra Not Being Discharged from Hospital) ৷ ফলে ফের আসানসোল আদালতের দ্বারস্থ হল সিবিআই ৷ গ্রেফতারির পরেও হেফাজতে না পাওয়া, পরবর্তী পদক্ষেপ কী হবে ? তা স্পষ্ট করতেই আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI Moves Court on Bikash Mishra Discharge Issue) ৷

Coal Scam Investigation
হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বিকাশ মিশ্রকে

By

Published : Dec 10, 2021, 1:10 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : কয়লা পাচারকাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতারের পরেও নিজেদের হেফাজতে নিতে পারল না সিবিআই (Coal Scam Investigation) ৷ গতকাল শহরের এক বেসরকারি হাসপাতাল থেকে বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হলেও, আজ তাঁকে আদালতে তুলতে পারল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা ভাল নেই ৷ তাই তাঁকে এখনই ছাড়া যাবে না (Bikash Mishra Not Being Discharged from Hospital) ৷ আর পুরো বিষয়টি নিয়ে সিবিআই ফের একবার আসানসোল আদালতের দ্বারস্থ হল ৷

প্রসঙ্গত, হাসপাতালের দেওয়া বিকাশ মিশ্রের মেডিক্যাল রিপোর্ট দেখার পর, গত বুধবার আসানসোল আদালত তাঁকে গ্রেফতারির ক্ষেত্রে সিবিআই’কে ছাড়পত্র দেয় ৷ তবে সেখানে উল্লেখ করা হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ যখন বিকাশ মিশ্রকে ছাড়ার সিদ্ধান্ত নেবে, তখন সিবিআইকে বিষয়টি জানাতে হবে ৷ সেই মতো সিবিআই হাসপাতালে গিয়ে বিকাশ মিশ্রকে গ্রেফতার করবে ৷ গতকাল বেসরকারি ওই হাসপাতালের তরফে সিবিআইকে বিকাশের সুস্থতার কথা জানানো হয় ৷ সেই সঙ্গে বলা হয়, শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷ তার পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ মিশ্রকে হাসপাতালে গিয়ে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

সেই মতো আজ বিকাশ মিশ্রকে আদালতে পেশের জন্য হাসপাতালে যায় সিবিআই ৷ কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি বদলে যায় ৷ হাসপাতাল থেকে জানানো হয়, বিকাশ মিশ্রকে ছাড়া সম্ভব নয় ৷ তাঁর শারীরিক অবস্থা ভাল নেই ৷ এর পরেই বিপাকে পড়েন সিবিআই আধিকারিকরা ৷ কারণ, গতকাল গ্রেফতার করার পর 24 ঘণ্টার মধ্যে বিকাশকে আদালতে পেশ করতে হবে ৷ তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু চিকিৎসকরা তাঁকে অসুস্থ বলে জানাচ্ছেন ৷ তাই বিকাশ মিশ্র হাসপাতালেই থাকবেন ৷ কিন্তু, সিবিআই নিজেদের মতো করে আদালতে যাবে বিষয়টি নিয়ে (CBI Moves Court on Bikash Mishra Discharge Issue) ৷

আরও পড়ুন : Bikash Mishra Arrested in Coal Scam : কয়লা কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার বিকাশ মিশ্র

সিবিআই সূত্রে খবর, আসানসোল আদালতে গোয়েন্দা সংস্থা গতকাল থেকে আজ পর্যন্ত সব ঘটনা বিস্তারিত জানাবে ৷ এর পর আদালতের নির্দেশ মতো তারা কাজ করবে ৷ মূলত, এবার বিষয়টি আদালত এবং বেসরকারি ওই হাসপাতালের মধ্যে ছেড়ে দিল সিবিআই ৷ কারণ, তাঁরা আদালতের নির্দেশ মেনে এবং হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী পদক্ষেপ করেছিল ৷ কিন্তু, 24 ঘণ্টা পেরনোর আগেই পরিস্থিতির বদলে গিয়েছে ৷ ফলে, হাসপাতালের তরফে আজ সকালে দেওয়া বিকাশ মিশ্রের শারীরিক অবস্থার তথ্যের উপর নির্ভর করে, কোনও ঝুঁকি নিতে চাননি সিবিআই আধিকারিকরা ৷ তাই পরবর্তী সিদ্ধান্ত পুরোটাই আদালতের উপর ছেড়ে দিয়েছেন তাঁরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details