পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকডাউনের জেরে বাতিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক - কলকাতা

আজ থেকে কলকাতসহ দুই 24 পরগনা ও হাওড়ায় কনটেনমেন্ট জ়োনে লকডাউন চালু হচ্ছে ৷ আগামী সাতদিন লকডাউন চলবে ৷ ফলে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বাতিল হয়ে যায় ৷

mamata banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 9, 2020, 7:35 AM IST

কলকাতা, 9 জুন : লকডাউন কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । আর এর জেরে বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক । চলতি মাসে পূর্ব নির্ধারিত দু’টি বৈঠক বাতিল করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । ওই বৈঠক আগামী অগাস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে ।

রাজ্যজুড়ে আজ থেকে কনটেনমেন্ট এবং বাফার জ়োনে কঠোর করা হচ্ছে লকডাউন । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্র একরকম নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন । রাজ্য সরকারের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া । এই জায়গাগুলিতে COVID-19 এর সংক্রমণের হার সর্বাধিক ।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায় দুই জেলায় প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন । সেগুলি হল- উত্তর ও দক্ষিণ 24 পরগনা । 10 জুলাই রাজারহাটে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে উত্তর 24 পরগনার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল । 13 জুলাই বৈঠক হওয়ার কথা ছিল দক্ষিণ 24 পরগনার‌ । ওই বৈঠক হওয়ার কথা ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে । আমফান পরবর্তীকালে এই দুই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ, আগামী বছর বিধানসভা ভোট । এই দুই জেলা থেকে আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির বহু অভিযোগ এসেছে । এই অবস্থায় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ ও ক্ষতিপূরণ বণ্টন নিয়ে কোনও বার্তা দিতে পারতেন বলে মনে করা হচ্ছে । গোটা বিষয় পরিষ্কার হবে অগাস্টের বৈঠকে ৷

ABOUT THE AUTHOR

...view details