কলকাতা, 6 জুন : স্বাস্থ্য ও কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী ৷ প্রাণী-মৎস্য-বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একইসঙ্গে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকবেন মুখ্যমন্ত্রীই (CM would be The Chancellor of Agriculture-Health-Science Universities) ৷ শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পরিদর্শক হবেন শিক্ষামন্ত্রী ৷ সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শীঘ্রই এই সংক্রান্ত বিল রাজ্য বিধানসভায় নিয়ে আসা হবে ৷
শিক্ষা দফতরের পাশাপাশি, এ বার অন্য সব দফতরের আওতায় থাকা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য এ বার থেকে হবেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে ৷ এ দিন রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দফতর ছাড়াও, অন্যান্য দফতরের আওতায় যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সেগুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, গত মন্ত্রিসভাতেই পাশ হয়েছিল রাজ্যপালের বদলে রাজ্য শিক্ষা দফতরের আওতায় থাকা সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Governor on Chancellor Change : 'সই করলে তবেই না অর্ডিন্যান্স ইস্যু', ধনকড়ের মন্তব্যে নয়া দ্বন্দ্বের ইঙ্গিত