পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত হওয়ায় রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর - স্বাস্থ্যসাথী

চিঠিতে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। এতদিন যেখানে শুধু বিশ্ববাংলার লোগো ব্যবহার হত, এবার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যুক্ত হয়েছে ।

cm thnaks to public for joining to the swastha sathi prokalpa
স্বাস্থ্যসাথী নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর

By

Published : Jan 7, 2021, 6:08 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবা নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তাঁর বার্তা, পশ্চিমবঙ্গবাসীকে পরিষেবায় উপভোক্তা হিসেবে পেয়ে রাজ্য সরকার খুবই আনন্দিত । তবে, এই চিঠির থেকেও বেশি নজর কেড়েছে, চিঠিতে মুখ্যমন্ত্রীর ছবি। এতদিন যেখানে শুধু বিশ্ববাংলার লোগো ব্যবহার হত, এবার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যুক্ত হয়েছে ।

স্বাস্থ্যসাথী প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি ব্লকে চার ধাপে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়েছে সরকার। যে কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছে । এবার সেই পরিষেবায় যুক্ত হওয়ায় রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। যেখানে রাজ্য সরকারের এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানালেন তিনি । একই সঙ্গে সব সময় রাজ্যবাসীর পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্যসাথী নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর এই চিঠি নজর কেড়েছে আরও একটি দিক থেকে। যেখানে মুখ্যমন্ত্রীর সরকারি প্যাডে প্রথমবার তাঁর ছবি ব্যবহার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details