কলকাতা, 1 মার্চ : বিভেদের রাজনীতির বিরুদ্ধে টুইট মুখ্যমন্ত্রীর ৷ দেশের রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় কর্মসূচিতে আজ শহরে আসছেন অমিত শাহ ৷ থাকবেন BJP সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ৷ আজই বিভেদের রাজনীতি নিয়ে মমতার টুইট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল ৷
টুইটে মমতা জানান, "দেশের রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷ এটা নিজের চোখের সামনে দেখতে খুবই কষ্ট হচ্ছে ৷ আসুন আমরা সমাজ থেকে জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত বিভেদ দূর করার শপথ নিই ৷ আমরা কখনও বিভেদের রাজনীতিকে সমর্থন করি না ৷" রাষ্ট্রসংঘকে ট্যাগও করেছেন তিনি ওই টুইটে ৷