পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকে যাচ্ছে, টুইট মমতার

আর কিছুক্ষণের মধ্যে শহরে পা রাখবেন অমিত শাহ ৷ তার আগেই বিভেদের রাজনীতি নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী ৷

Amit Shah in Kolkata
ছবি

By

Published : Mar 1, 2020, 10:55 AM IST

কলকাতা, 1 মার্চ : বিভেদের রাজনীতির বিরুদ্ধে টুইট মুখ্যমন্ত্রীর ৷ দেশের রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় কর্মসূচিতে আজ শহরে আসছেন অমিত শাহ ৷ থাকবেন BJP সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ৷ আজই বিভেদের রাজনীতি নিয়ে মমতার টুইট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল ৷

টুইটে মমতা জানান, "দেশের রন্ধ্রে রন্ধ্রে বিভেদের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷ এটা নিজের চোখের সামনে দেখতে খুবই কষ্ট হচ্ছে ৷ আসুন আমরা সমাজ থেকে জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত বিভেদ দূর করার শপথ নিই ৷ আমরা কখনও বিভেদের রাজনীতিকে সমর্থন করি না ৷" রাষ্ট্রসংঘকে ট্যাগও করেছেন তিনি ওই টুইটে ৷

প্রসঙ্গত, দিল্লিতে বিগত কয়েকদিনের CAA বিরোধী বিক্ষোভে প্রাণ হারিয়েছে কমপক্ষে 43 জন ৷ জখম হয়েছে আরও অনেকে ৷ ভাঙচুর হয়েছে প্রচুর দোকান, ধ্বংস হয়েছে সম্পত্তি ৷ সেই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ৷ শান্তি প্রার্থনায় পুজো দিয়েছেন পুরীর মন্দিরে ৷

রাজধানীর এই হিংসার পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহলে ৷ এই পরিস্থিতিতে অমিত শাহের শহরে আসার আগে মুখ্যমন্ত্রীর এই টুইটে নতুন করে জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে ৷

ABOUT THE AUTHOR

...view details