পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে টুইট মমতার

অমিতাভ বচ্চনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্র তাঁর আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

Amitabh Bachchan tested COVID 19 positive
ফাইল ছবি

By

Published : Jul 12, 2020, 12:50 AM IST

Updated : Jul 12, 2020, 8:07 AM IST

কলকাতা, 12 জুলাই : অমিতাভ বচ্চনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা আসছে বিভিন্ন মহল থেকে ৷ অভিনেতার আরোগ্য কামনা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

টুইটে তিনি লেখেন, "শ্রী অমিতাভ বচ্চনজি কোরোনায় আক্রান্ত হয়েছেন শোনার পর থেকেই ভীষণভাবে উদ্বিগ্ন ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ৷"

প্রসঙ্গত, বাংলার মানুষের সঙ্গে অমিতাভ বচ্চনের বরাবরই আলাদারকমের ভালোবাসা ৷ গর্ব করে তিনি প্রায়ই বলেন, ''আমি বাংলার জামাই ৷ ''

অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষজন ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস টুইটে লিখেছেন, " আমরা সবাই আপনার দ্রুত আরোগ্য কামনা করি ৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন অমিতাভ বচ্চনজি ৷"

আরোগ্য কামনা করে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ৷

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টুইটারে লিখেছেন "আপনার দ্রুত আরোগ্য কামনা করি ৷"

অমিতাভের শরীরে কোরোনার হদিস মেলার খবর ছড়িয়ে যেতেই তাঁর জন্য বার্তা আসতে শুরু করে ক্রিকেট মহল থেকেও ৷ আরোগ্য কামনা করে টুইট করেছেন সুরেশ রায়না ৷

সচিন তেন্ডুলকরের টুইটবার্তা, "নিজের যত্ন নিন অমিতজি ৷ আপনার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করি ৷"

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, "আমরা সবাই আপনার সঙ্গে আছি ৷ আপনার চিন্তার কিছু নেই ৷ আপনার কাছে একটি ভ্যাকসিন রয়েছে যার নাম বিগ ভি ৷ এটি সম্পূর্ণ খাঁটি ও অন্তর্নিমিত ৷ আপনার মতো জন্ম থেকেই লড়াকু মনোভাবের মানুষদের শরীরে তৈরি হয় এই ভ্যাকসিন ৷"

অমিতাভের সুস্থতা কামনা করে টুইট করেছেন সোনম কাপুর ৷

দক্ষিণী তারকা ধনুশও অমিতাভের আরোগ্য কামনা করে টুইট করেছেন ৷

গতকাল অমিতাভ বচ্চনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে ৷ তিনি নিজেই এক টুইটবার্তায় কোরোনায় সংক্রমিত হওয়ার খবর জানান ৷ তিনি এখন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ৷

Last Updated : Jul 12, 2020, 8:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details