পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

500 দিনে পড়ল ‘দিদিকে বলো’ কর্মসূচি, রাজ্য়বাসীকে ধন্য়বাদ জানিয়ে টুইট মুখ্য়মন্ত্রীর

‘দিদিকে বলো’ কর্মসূচির 500 দিন পূরণ হল আজ ৷ সেই উপলক্ষে রাজ্য়বাসীকে সরকারের পাশে থেকে সহযোগিতা করার জন্য় ধন্য়বাদ জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ একই সঙ্গে রাজ্য় সরকারের ষষ্ঠ বেতন কমিশন চালু করা সহ একাধিক প্রকল্প নিয়েও এদিন টুইটারে পোস্ট করেন বাংলার মুখ্য়মন্ত্রী ৷

cm mamata banerjee tweet on completion of 500 days of didike bolo
500 দিনে পড়ল ‘দিদিকে বলো’ কর্মসূচি, রাজ্য়বাসীকে ধন্য়বাদ জানিয়ে টুইট মুখ্য়মন্ত্রীর

By

Published : Jan 28, 2021, 2:55 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : সামনেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ তার আগে সোশাল মিডিয়ায় রাজ্য় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে পোস্ট করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ নিজের টুইটার অ্য়াকাউন্টে ষষ্ঠ বেতন কমিশন, এমনকী সামাজিক সুরক্ষা যোজনা সহ পথশ্রী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো বিষয় নিয়ে পোস্ট করলেন মুখ্য়মন্ত্রী ৷ অন্য়দিকে আজ ‘দিদিকে বলো’ কর্মসূচি 500 দিনে পড়ল ৷ সেই নিয়েও নিজের টুইটারে রাজ্য়বাসীকে সহযোগিতা করার জন্য় ধন্য়বাদ জানান মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

‘দিদিকে বলো’ কর্মসূচির 500 দিনে পড়ল আজ ৷ এই মাইলস্টোন ছোঁয়ার দিনে রাজ্য়বাসীকে ধন্য়বাদ জানান মুখ্য়মন্ত্রী ৷ তিনি টুইটারে ধন্য়বাদ জানিয়ে লেখেন, ‘‘আমি সন্তুষ্ট যে ‘দিদিকে বলো’ কর্মসূচি আজকে 500দিন পূরণ করল ৷ এই কর্মসূচিতে প্রায় 28 লাখ মানুষ হেল্পলাইন নম্বর 9137091370-এ তাঁদের সমস্যা নিয়ে যোগাযোগ করেছেন ৷ এমনকী অন্য় মাধ্য়মে 80 লাখ মানুষ তাঁদের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন ৷ সহযোগিতা ও সাড়া দেওয়ার জন্য, আমি আপনাদের সবাইকে ধন্য়বাদ জানাই ৷’’

আরও পড়ুন : দুয়ারে সরকার প্রকল্পে কর্মরতদের 5 হাজার টাকা ভাতা দেবে রাজ্য

দিদিকে বলো কর্মসূচি ছাড়াও, ষষ্ঠ বেতন কমিশন চালু করার বিষয়েও এদিন টুইট করেন মুখ্য়মন্ত্রী ৷ তৃণমূল কংগ্রেস সরকার তার দ্বিতীয়বারের টার্মে কী কী কাজ করেছে সেই নিয়েই এই পোস্ট করেন তিনি ৷ মুখ্য়মন্ত্রী লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ বেতন কমিশন চালু করেছে ৷ সামাজিক সুরক্ষা যোজনাগুলিকে এগিয়ে নিয়ে গিয়েছে ৷ এবং সেই সঙ্গে পথশ্রী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, জয় জহর, স্নেহের পরশ, প্রচেষ্টা প্রকল্প, তফসিলি বন্ধু এবং আরও অনেক ৷’’

ABOUT THE AUTHOR

...view details