কলকাতা, 23 মার্চ : বগটুই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee says she will go to Bagtui) ৷ আগামিকাল, বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটের ওই গ্রামে যাবেন তিনি ৷ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবা ভাতা দেওয়ার একটি অনুষ্ঠান থেকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আজই সেখানে যেতে চেয়েছিলেন ৷ কিন্তু বিজেপির প্রতিনিধি দল যাওয়ায় তিনি আজ যাননি ৷ আগামিকাল যাবেন ৷ যদিও একবারও তিনি বিজেপির নাম করেননি ৷ তবে মুখ্যমন্ত্রী কথাতেই স্পষ্ট যে তাঁর আক্রমণের লক্ষ্য বিজেপি (Mamata Attacks BJP) ৷
তিনি বলেন, ‘‘আগামিকাল বকটুই যাব ৷ আজই যেতাম ৷ কিছু দল ল্যাংচা খেতে খেতে ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে ৷ ওরা থাকাকালীন যাব না ৷ কারণ, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাই না ৷’’
প্রসঙ্গত, এদিন সকালেই বিজেপির প্রতিনিধি দল কলকাতা থেকে রামপুরহাটের উদ্দেশে রওনা দেন ৷ মাঝপথে তারা শক্তিগড়ে খাওয়ার জন্য থামে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই বিষয়টিকেই উল্লেখ করতে গিয়েই ল্যাংচার প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী ৷