কলকাতা, 26 অগস্ট : যোগ্যতা অনুসারে নার্সদের পদোন্নতির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এখন থেকে অভিজ্ঞতা সম্পন্ন নার্সরা যোগ্যতা অনুসারে প্র্যাকটিশনার সিস্টার পদে পদোন্নতি পেতে পারবেন । দীর্ঘ অভিজ্ঞতার ফলে কিছু নার্স অনেক সময় চিকিৎসকদের সমান চিকিসৎসা পরিষেবা দেন । এরকম নার্সদের আমরা এখন থেকে প্র্যাকটিশনার সিস্টারের পদ দেব ৷" তাঁর মতে, অনেক সময় এই প্র্যাকটিশনার সিস্টাররা চিকিৎসকের অভাব পূরণ করতে পারতে পারেন ৷ তাতে মানুষ চিকিসৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন না । বৃহস্পতিবার এসএসকেএমে (SSKM) কয়েকটি হাসপাতালের সুপারকে নিয়ে বৈঠকের শেষে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই এসএসকেএম হাসপাতালেই স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নিয়মিত বৈঠকে করবেন বলে ঘোষণা করেছিলেন ৷ জানিয়েছিলেন, সেই বৈঠক করা হবে এসএসকেএম হাসপাতালেই । এদিন ছিল প্রথম সেই বৈঠক । পরবর্তী বৈঠক হবে 16 সেপ্টেম্বর । সেদিন পাঁচটি মেডিক্যাল কলেজকেই বৈঠকে ডাকবেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷
রাজ্যে গত কয়েকদিনে করোনায় মৃত্যুর সংখ্যা চোখে পড়ার মতো হারে বেড়েছে । পুজোর মুখে তৃতীয় ঢেউ আছড়ে পড়লে যাতে সাধারণ মানুষকে বিপদে পড়তে না হয় তার জন্য বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, এবার থেকে ১৫ দিন অন্তর এসএসকেএমে স্বাস্থ্য দফতরকে নিয়ে তিনি বৈঠক করবেন ৷ সেই মতো এদিন বিকেল চারটে নাগাদ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিয়ে এসএসকেএমে পৌঁছান মুখ্যমন্ত্রী । এসএসকেএম হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এবং এসএসকেএমের অধিকর্তারা । বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷
নার্সদের পদোন্নতি এবং রাজারহাটে জমি বরাদ্দ করার কথা ছাড়াও এদিন গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিকাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের বহু নার্স অনেক দায়িত্ব নিয়ে কাজ করছেন । তাঁদের জীবনটাকেই হাসপাতালের সঙ্গে জুড়ে ফেলেছেন । তাঁদের সম্মান, দায়িত্ব বৃদ্ধি করতে এবং উৎসাহিত করতে নার্সদের ক্ষমতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বহু নার্স ভাল কাজ করছেন । তাঁদের প্র্যাকটিশনার নার্স পদে পদোন্নতি করা যেতে পারে ।"