কলকাতা, 12 এপ্রিল : বাগুইআটি ট্রাফিক গার্ড-এর কাছে পড়ে থাকা ময়লা ও নষ্ট হয়ে পড়ে থাকা গাড়িতে আগুন লাগল আজ, সোমবার বিকেলে । দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়৷ দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
যখন আগুন লাগে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিআইপি রোড দিয়ে যাচ্ছিলেন ৷ আজ, দমদমে তাঁর নির্বাচনী জনসভা ছিল ৷ ওই সভা শেষ করে তিনি ফিরছিলেন ৷ তখন তিনি নিজে দাঁড়িয়ে পড়ে আগুন নেভানোর তদারকি করেন ।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । সুজিত বসু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এদিক থেকে যাচ্ছিলেন । তিনি আগুন দেখতে পেয়ে দাঁড়িয়ে গিয়ে তদারকি করেন এবং আমাকে খবর দেন । পরে কন্ট্রোলরুম থেকে আমি খবর পাই । চারটে দমকলের ইঞ্জিন এসেছে ঘটনাস্থলে । এখন আগুন নিয়ন্ত্রণে ।’’