পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : 15 নয়, 16 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী - কোভিড-19

দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ অবশেষে রাজ্যে খুলতে চলেছে স্কুল, কলেজ ৷ আগামী 16 নভেম্বর থেকে সেগুলি খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

CM Mamata Banerjee order to reopen schools and colleges from 15 november 2021
Mamata Banerjee : 15 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

By

Published : Oct 25, 2021, 2:35 PM IST

Updated : Oct 25, 2021, 5:49 PM IST

কলকাতা, 25 অক্টোবর : লম্বা বিরতির পর আগামী 16 নভেম্বর থেকে রাজ্যে স্কুল, কলেজ খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার উত্তরকন্যা থেকে এই ঘোষণা করেন তিনি ৷ এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন মুখ্যসচিবকে ৷ প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 15 নভেম্বর থেকে স্কুল কলেজ খুলবে ৷ কিন্তু, 15 নভেম্বর বীরসা মুন্ডার জন্মদিন ৷ তাই, পরদিন অর্থাৎ 16 নভেম্বর থেকে খুলবে স্কুল ও কলেজ ৷

আরও পড়ুন :Mamata Banerjee : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও বিএসএফের এক্তিয়ার প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার

উল্লেখ্য, করোনা আবহে চলতি বছরের 16 মার্চ স্কুল, কলেজ-সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল 2021 সালের 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে সেগুলি ৷ কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে ৷ বাধ্য হয়েই মাসের পর মাস বন্ধ রাখতে হয় স্কুল, কলেজ ৷ উপরন্তু, বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, পুজোর সময়েই হয়তো দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ ৷ কিন্তু, এখনও পর্যন্ত তেমনটা ঘটেনি ৷ পুজোর পর সংক্রমণ কিছুটা বাড়লেও, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে ৷

এই অবস্থায় পুজোর মরশুমে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্কুল, কলেজ খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে বসেন তিনি ৷ এর মধ্যেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Hari Krishna Dwivedi) রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেন মমতা ৷

আরও পড়ুন :Mamata Banerjee : হিংসা ইস্যুতে মমতার নিশানায় বিজেপিশাসিত ত্রিপুরা

মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেহেতু মাসের পর মাস স্কুলগুলি বন্ধ রয়েছে, তাই ফের পঠনপাঠন চালু করার আগে স্কুল কর্তৃপক্ষকে তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার মতো সময় দিতে হবে ৷ তারা যাতে সেই সময় পায়, মুখ্যসচিবকে তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ্য, দুর্গাপুজোর পালা সাঙ্গ হলেও রাজ্য়ে এখনও উৎসবের মরশুম চলছে ৷ আগামী মাসের 4 তারিখ কালীপুজো ৷ 10 ও 11 তারিখ থাকছে ছটপুজো ৷ সবশেষে 13 তারিখ জগদ্ধাত্রীপুজো ৷ এদিন মুখ্যসচিবের উদ্দেশ্যে মমতা বলেন, ‘‘তোমায় যা করতে হবে, 15 তারিখ (15 নভেম্বর) থেকে করতে হবে ৷ স্কুল, কলেজ খোলার বিষয়টি 15 তারিখ থেকে করে দাও ৷ তার আগে স্কুল-কলেজগুলি পরিষ্কার করতে হবে ৷ সেগুলি মাথায় রেখো ৷’’ পরে তিনি জানান, 15 তারিখ বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে স্কুল কলেজ ছুটি ৷ 16 নভেম্বর থেকে স্কুল কলেজ খুলবে ৷

Last Updated : Oct 25, 2021, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details