পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 13, 2020, 4:31 PM IST

Updated : Oct 13, 2020, 8:09 PM IST

ETV Bharat / city

দিনে দু'টি করে ডবল ডেকার কলকাতায়, চলবে সিটি টুর

অনলাইনে ডবল ডেকার বাসের বুকিং করতে হবে । রোজ দু'টি করে বাস চলবে শহরের রাস্তায় ।

Double Decker bus service in Kolkata
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 13 অক্টোবর : কলকাতার রাজপথে ফিরছে ডবল ডেকার বাস । নবান্ন থেকে আজ নতুন ডবল ডেকার বাস পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে সাধারণ যাত্রী পরিষেবার জন্য নয়, নতুন এই ডবল ডেকার বাসগুলিতে করে সিটি টুরের ব্যবস্থা করা হয়েছে । গোটা শহর ঘুরে দেখা যাবে এই বাসগুলিতে ।

বাসের দোতলার জন্য থাকছে 16 টি আসন

মুখ্যমন্ত্রী জানান, ডবল ডেকার বাসের বুকিং করতে হবে অনলাইনে । রোজ দু'টি করে বাস চলবে শহরের রাস্তায় । রাজ্য পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, আপাতত বাস দু'টি পুজো পরিক্রমার কাজে ব্যবহার করা হবে । পরে কলকাতা সিটি টুরের ব্যবস্থা করা হবে বাসগুলি দিয়ে । কোরোনা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে পর্যটন ব্যবস্থা ঢেলে সাজাতে এই উদ্য়োগ নিয়েছে রাজ্য সরকার ।

নতুন সাজে কলকাতার রাস্তায় ডবল ডেকার বাস

নতুন এই বাসগুলি আগের তুলনায় অনেক আধুনিক । বাসে থাকছে স্বয়ংক্রিয় দরজা, ডেস্টিনেশন বোর্ড, প্যানিক বাটন, CCTV ক্যামেরা। বাসের রঙেও বদল এসেছে । আগের সেই লাল রঙের বাস নয় । নতুন ডবল ডেকার বাসগুলির রং নীল । প্রতিটি বাসে মোট আসন থাকছে 51টি । এরমধ্যে দোতলার জন্য থাকছে 16 টি আসন।

ডবল ডেকার বাসের বুকিং হবে অনলাইনে
Last Updated : Oct 13, 2020, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details