পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মেট্রোর কাজে বাড়িতে ধস, কাল নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর - কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ধস নেমেছে বউবাজারের কয়েকটি বাড়িতে । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী । বৈঠকে ডাকা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকেও ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Sep 2, 2019, 2:27 PM IST

Updated : Sep 2, 2019, 3:32 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ । তার জেরে ধস নেমেছে বউবাজারের কয়েকটি বাড়িতে । ইতিমধ্যেই ফাটল দেখা গেছে ১৮টি বাড়িতে । ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন বাসিন্দা । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী । তিনি আগামীকাল নবান্নে বৈঠক ডেকেছেন । বৈঠকে ডাকা হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকেও ।

শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । শনিবার রাত থেকেই সেই বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । এর জেরে ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন । তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে । ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে ।

এই ঘটনা কানে আসার পরই সক্রিয় হন মুখ্যমন্ত্রী । তিনি গতকাল বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে । তারপর ঘটনাস্থানে যান ফিরহাদ । খোলা হয় কন্ট্রোল রুম । পাশাপাশি নবান্নের তরফে চিঠি লিখে আগামীকাল ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকে ডাকা হয়েছে বলে খবর । রাজ্যের তরফে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করা হবে । আসলে ঘটনায় ইতিমধ্যেই উঠে গেছে বেশ কিছু প্রশ্ন । আদৌ ঠিকমতো মাটি পরীক্ষা হয়েছিল তো? পরিকল্পনায় কোনও গলদ ছিল না তো? এই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশদে ব্যাখ্যা চাইবে বলে নবান্ন সূত্রে খবর ।

Last Updated : Sep 2, 2019, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details