পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুজো উপহার নিয়ে নবনীড়-এ মুখ্যমন্ত্রী, গানে গল্পে সময় কাটালেন আবাসিকদের সঙ্গে - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পুজোর আবহে গল্পে, গানে আশ্রমের আবাসিকদের সঙ্গে ভাব বিনিময় করেন মুখ্যমন্ত্রী । অষ্টমীর দিন আবাসিকদের জন্য ভোগের আয়োজন করতে নির্দেশ দেন ফিরহাদ হাকিমকে ।

cm-mamata-banerjee-at-navneer-old-age-home
cm-mamata-banerjee-at-navneer-old-age-home

By

Published : Oct 19, 2020, 8:23 PM IST

কলকাতা, 19 অক্টোবর : চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের পুজো উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আবাসিকদের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটালেন তিনি । মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন ৷ পুজোর আবহে গল্পে, গানে আশ্রমের আবাসিকদের সঙ্গে ভাব বিনিময় করলেন মুখ্যমন্ত্রী । অষ্টমীর দিন আবাসিকদের জন্য ভোগের আয়োজন করতে ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন ।

নবনীড়-এর আবাসিকরা ৷

প্রতিবছরই নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের পুজো উপহার দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী । এবারেও তার অন্যথা হল না । নতুন কাপড় ও মিষ্টি নিয়ে আজ হাজির হন চেতলার বৃদ্ধাশ্রমটিতে । তবে, এবার কোরোনার কারণে বৃদ্ধাশ্রমের আবাসিকরা শারীরিক দূরত্ব বজায় রেখে ভবনের বারান্দা বা জানালা থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন ৷ অন্যদিকে আবাদসিকদের স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী । বেশ কিছু পরামর্শ দেন তিনি ।

মুখ্যমন্ত্রীর পুজো উপহার ৷

আশ্রমের আবাসিকদের মুখ্যমন্ত্রী বলেন, "মাস্ক পড়ে নিজেদেরকে সুরক্ষিত রেখে চলতে হবে । নিজেরা ভালো থাকুন ও সুস্থ থাকুন । এবারের পুজোতে আপনাদের বাইরে না যাওয়াই ভালো । টিভিতে পুজো দেখুন ।"

এই ধরনের পরামর্শ ছাড়াও আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে সাধারণ গল্পও করেন মুখ্যমন্ত্রী । গান পরিবেশন করেন ইন্দ্রনীল সেন ।

ABOUT THE AUTHOR

...view details