পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Pradip Mazumdar মুখ্যমন্ত্রীর আস্থাভাজন প্রদীপ মজুমদারের হাতে 7 দফতরের সমন্বয়ের দায়িত্ব - মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েতের পাশাপাশি এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আস্থাভাজন প্রদীপ মজুমদারের (Pradip Mazumdar) হাতে থাকছে সাতটি দফতরের সমন্বয়ের দায়িত্ব ৷ গতকাল এই নির্দেশ জারি করা হয়েছে ৷

cm-confidant-pradip-mazumdar-to-coordinate-seven-departments
পঞ্চায়েত ছাড়াও মুখ্যমন্ত্রীর আস্থাভাজন প্রদীপ মজুমদারের হাতে 7 দফতরের সমন্বয়ের দায়িত্ব

By

Published : Aug 25, 2022, 9:26 AM IST

কলকাতা, 25 অগস্ট:বরাবরই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আস্থাভাজন তিনি । মন্ত্রী বা বিধায়ক হওয়ার আগে থেকেই তিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন । 2021 এর বিধানসভা নির্বাচনে তাঁকে বিধায়ক করে, সাম্প্রতিক রদবদলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য প্রদীপ মজুমদারের (Pradip Mazumdar) দায়িত্ব আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী । এখন থেকে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের পাশাপাশি আরও সাতটি গুরুত্বপূর্ণ দফতরের সঙ্গে তিনি সমন্বয় সাধনের কাজ করবেন ।

গতকাল এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে এই নির্দেশ জারি করেছেন । যদিও এই দফতরগুলির সঙ্গে তাঁর পুরনো যোগ রয়েছে । মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা হিসাবে এতদিন সেই দফতরগুলিতে কাজ করতেন তিনি । পূর্ণ মন্ত্রী হয়ে গেলেও তাঁর উপর থেকে আস্থা কমছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের । কৃষি সম্পর্কিত সাতটি দফতরে সমন্বয় সাধনের কাজ করবেন তিনি ।

কোন কোন দফতরের সমন্বয়ের দায়িত্ব তাঁকে দেওয়া হল ?

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে খাদ্য, কৃষি, কৃষি বিপণন, প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন, মৎস্য দফতর এবং জলসম্পদ উন্নয়ন দফতর । এই সাতটি দফতরের সমন্বয়ের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে ৷ যদিও প্রত্যেকটি দফতরের সঙ্গে কম বেশি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের যোগ রয়েছে ৷ কাজেই নতুন দায়িত্বে তাঁর অসুবিধা হবে না বলে ইটিভি ভারতকে টেলিফোনে জানিয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার । তিনি আরও বলেন, "আমি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ তিনি আমাকে মন্ত্রী করেছেন । তিনি যখনই আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি আমার সাধ্যমতো পালনের চেষ্টা করেছি । এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না ।"

আরও পড়ুন:লক্ষ্যমাত্রায় না পৌঁছনো প্রকল্পে উৎসাহ ভাতা দিয়ে আশা কর্মীদের ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন । এমনিতেই পঞ্চায়েতের কাজকর্মে ভুরিভুরি অভাব অভিযোগের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে । তারপর কাজকর্মে অনিয়মের কারণে কেন্দ্রীয় সরকার অর্থ আটকে দিচ্ছে বিভিন্ন দফতরের । এই অবস্থায় দীর্ঘদিন প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা প্রদীপ মজুমদারকে একাধিক দফতরের সঙ্গে সমন্বয় সাধক হিসাবে যুক্ত করে মূলত কাজে গতি আনার চেষ্টাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details