পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টোল প্লাজ়ায় বন্ধ টোল ট্যাক্স সংগ্রহ - টোল ট্যাক্স

জরুরি দ্রব্য নিয়ে যাওয়ার জন্য চলছে কিছু ট্রাক ও বাস । তাই জাতীয় ও রাজ্য সড়কে অবস্থিত টোল প্লাজ়াগুলিতে টোল ট্যাক্স সংগ্রহের কাজ বন্ধ হল ।

toll tax
বন্ধ টোল ট্যাক্স সংগ্রহ

By

Published : Mar 27, 2020, 10:38 PM IST

কলকাতা,২৭ মার্চ : দেশজুড়ে লকডাউনের জেরে বন্ধ রয়েছে গণপরিবহন পরিষেবা। শুধু চলছে জরুরি পণ্য বহনকারী ট্রাক। তাই টোল প্লাজ়াগুলিতে বন্ধ হয়ে গেল টোল ট্যাক্স সংগ্রহের কাজ।


বাজারে শাকসবজি, ওষুধ সহ অন্য জরুরি দ্রব্যের সরবরাহের জন্য চলছে কিছু ট্রাক ও বাস। তাই জাতীয় সড়ক ও রাজ্য সড়কে অবস্থিত টোল প্লাজ়াগুলিতে টোল ট্যাক্স সংগ্রহ করা হচ্ছে না।

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সজল ঘোষ বলেন, "কোরোনার জেরে আমাদের ব্যবসা বন্ধ হয়ে রয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছে হাতেগোনা কয়েকটি গাড়ি। আর্থিক মন্দার মুখে পড়েছেন ট্রাক ব্যবসায়ীরা। হাজার কোটি টাকার লোকসান হচ্ছে। তবে এই ধরনের প্রাকৃতিক বিষয়ে কারও কিছুই করার নেই। তবে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমাদের অনেকটাই সুবিধা হবে।"




ABOUT THE AUTHOR

...view details