বিধাননগর, 22 জুন: 2014 সালের প্রাথমিক টেট পাশ করে এবং ট্রেনিং নিয়েও যাঁরা নিয়োগপত্র পাননি, তাঁদের আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার বিধানননগরে (Clashes Between 2014 TET Pass Primary Job Seekers and Police in Saltlake) ৷ এ দিন বিধাননগরের এপিসি ভবনে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল (Agitation of Primary Job Seekers) ৷ কিন্তু, এ দিন তাঁদের কর্মসূচি শুরুর আগেই পুলিশ সকলকে তুলে নিয়ে যায় ৷ কিন্তু, পুলিশ চাকরিপ্রার্থীদের তুলতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় ৷
চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁরা মিছিল শুরু করার আগেই পুলিশ তাঁদের আটক করতে শুরু করে ৷ এ দিন সল্টলেক সেক্টর ফাইভ এবং করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে চাকরিপ্রার্থীরা জমায়েত করে ৷ সেখান থেকে মিছিল করে এপিসি ভবনে ডেপুটেশন জমা দিতে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, পুলিশ তাঁদের মিছিল শুরুর আগেই তাঁদের পুলিশ আটক করতে যায় ৷ সেই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ৷