কলকাতা, 12 অগাস্ট : আটক যুবককে থানা থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ৷ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ৷ পুলিশের উর্দি ধরেও টানা হয় ৷ ঘটনাটি টালিগঞ্জ থানার ৷
টালিগঞ্জ থানা থেকে যুবককে ছাড়ানোর চেষ্টা, উর্দি ধরে টান
রণজয়কে থানা থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ৷ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ৷ পুলিশের উর্দি ধরেও টানা হয় ৷
গতরাতে মদ খেয়ে বাইক চালানোর অভিযোগে চেতলার বাসিন্দা রণজয় হালদার নামে ওই যুবককে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ । খবর পেয়ে থানায় আসে রণজয়ের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা । পুলিশের বিরুদ্ধে আটক যুবককে মারধরের অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশের সঙ্গে বচসা শুরু হয় ৷ দু'পক্ষের ধস্তাধস্তিও হয় ৷ রাত প্রায় দেড়টা পর্যন্ত থানার সামনে চলে গন্ডগোল । পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় ।
রণজয়ের পরিবারের অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন । রণজয়কে মারধরের প্রতিবাদ জানাতে গেলে মহিলাদেরও মারধর করা হয় ৷ এই নিয়ে টালিগঞ্জ থানাতেই তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে । পাশাপাশি টালিগঞ্জ থানার তরফেও গোটা ঘটনা স্বতঃপ্রনোদিত মামলা রুজু করেছে ।