কলকাতা, 24 জানুয়ারি :কর্মী ইউনিয়নের দখল নিয়ে উত্তেজনা ছড়াল আলিপুর চিড়িয়াখানা চত্বরে ৷ সোমবার সকালে এই ঘটনা ঘটে ৷ মূলত, বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলার জেরেই এই গোলমাল বলে অভিযোগ ৷ যা নিয়ে চিড়িয়াখানা চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
অভিযোগ, আলিপুর চিড়িয়াখানায় জু একতা ইউনিয়ন নামে তৃণমূল সমর্থিত সংগঠন তাদের পতাকা লাগিয়ে দেয় ৷ সেই সময় তারা বিজেপির পতাকা খুলে দেয় ৷ আর তার জেরেই দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় ৷
পুলিশ সূত্রে খবর, আজ, সোমবার সকাল থেকেই তৃণমূল সমর্থিত কর্মীরা চিড়িয়াখানায় জড়ো হন । চিড়িয়াখানার ভিতরে মিছিল করেন । বিজেপির অভিযোগ, বিজেপি সমর্থিত একাধিক কর্মীকে মারধর করেন তৃণমূলের কর্মীরা । তাঁরা চিড়িয়াখানা ছেড়ে চলে যেতে বাধ্য হন । এর পরই বিজেপির ইউনিয়ন রুম দখল করে তৃণমূল ।
TMC-BJP Clash at Zoo : চিড়িয়াখানায় কর্মী ইউনিয়ন দখল ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে গন্ডগোল বিজেপির সমর্থিত ইউনিয়নের নেতা রাকেশ সিংয়ের অভিযোগ, ‘‘পুলিশ দিয়ে গায়ের জোরে তৃণমূল আজ আলিপুর চিড়িয়াখানা দখল করেছে । কিন্তু চিড়িয়াখানার কর্মীরা আমাদের সঙ্গে আছে ।’’
আরও পড়ুন :Ballygunge Place firing case: বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর বাড়িতে গুলি চালানোর ঘটনায় ঝাড়খণ্ড থেকে ধৃত 2 গ্যাংস্টার