কলকাতা, 9 ফেব্রুয়ারি : খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে 29 বছরের কারাদণ্ড হল মূল অভিযুক্ত কওসরের। বুধবার এই নির্দেশ দিয়েছে নগদ দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত।
2018 সালের অগস্ট মাসে বেঙ্গালুরু থেকে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত মহম্মদ জাহিদুল ইসলাম অফিসারকে গ্রেপ্তার করে এনআইএ৷ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিস্ফোরকের বিভিন্ন অংশ৷ খাগড়াগড় বিস্ফোরণ ছাড়াও সে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডের মূলমাথা হিসাবে অভিযুক্ত।
এই নিয়ে মোট 31 জনের সাজা হল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে। এর আগে যাদের সাজা হয়েছিল তাদের দশ বছরের নিচে কারাদণ্ড হয়েছিল। কিন্তু যেহেতু কওসর মূল অভিযুক্ত এবং বুদ্ধগয়া বিস্ফোরণে তার নাম রয়েছে। সেই জন্যেই 29 বছরের কারাদণ্ড দিল বিশেষ এনআইএ আদালত।