পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CITU Protest in KMC: 'আসল চোরকেও ধরতে হবে', পার্থ-কাণ্ডে কলকাতা পৌরনিগমে মিছিল সিটুর - লকাতা পৌরনিগম

শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডে আসল চোরকেও ধরতে হবে, এই দাবি তুলে কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) মিছিল করল সিটু (CITU) । ব্যানারে লেখা ছিল 'চোর ধরো জেল ভোর' ৷

CITU Protest in KMC
CITU Protest

By

Published : Jul 25, 2022, 2:09 PM IST

Updated : Jul 25, 2022, 5:44 PM IST

কলকাতা, 25 জুলাই: শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee arrest) । এই ঘটনায় আসল চোরকেও ধরার দাবি তুলে কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation)কেন্দ্রীয় ভবনে মিছিল করল সিটু (CITU) ।

পার্থ গ্রেফতার হতেই সিপিএম ইতিমধ্যে রাস্তায় নেমেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত বাকিদের গ্রেফতারের দাবিতে । নেতৃত্ব দাবি করে এসেছে, যে পরিমান টাকা পাওয়া গিয়েছে এটা হিম শৈলের চূড়া মাত্র । বাকি উদ্ধার করতে হবে । সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম থেকে কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী অভিযোগ এনেছেন, এই টাকা নবান্নের 14 তলা পর্যন্ত গিয়েছে । অর্থাৎ নাম না করলেও স্পষ্ট যে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইঙ্গিত করেছেন ।

এবার আর এক ধাপ এগিয়ে একেবারে পথে নেমে গ্রেফতারের দাবিতে সরব হলেন কলককতা পৌরনিগমের বাম ট্রেড ইউনিয়নের নেতা কর্মীরা । সোমবার বেলা সাড়ে 12টা নাগাদ মিছিল শুরু করেন তাঁরা । কেন্দ্রীয় ভবনের লাইসেন্স গেট থেকে শুরু করে বিভিন্ন বিভাগ ঘোরে মিছিল(CITU Protest in Partha Chatterjee arrest issue at KMC) । ব্যানারে লেখা ছিল 'চোর ধরো জেল ভোর' । নেতৃত্বের দাবি, এদের সঙ্গে ধরতে হবে 'আসল চোরকে' । এদিন স্লোগান মুখর ছিল এই ধিক্কার মিছিল । স্লোগান ওঠে 'পার্থ চোর, ববি চোর তৃণমূলের সবাই চোর' ।

আরও পড়ুন:পার্থকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই ! জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস

এদিন যৌথ মঞ্চের নেতৃত্বে রতন ভট্টাচার্য ও অমিতাভ ভট্টাচার্য বলেন, "যে ভাবে শিক্ষিত বেকাদের মুখের গ্রাস কেড়েছে পার্থ ও তাঁদের দলের লোকজন তার জন্য ধিক্কার । শিক্ষিত যুবক-যুবতীরা হকের চাকরি না পেয়ে রাস্তায় বসে । আর অযোগ্যদের লক্ষ কোটি টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে । এই 20-21 কোটি টাকা নামমাত্র ৷ আর অনেক টাকা তুলেছে যা দলের মাথা পর্যন্ত গিয়েছে ।"

পার্থ-কাণ্ডে কলকাতা পৌরনিগমে মিছিল সিটুর
Last Updated : Jul 25, 2022, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details