পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

COVID Booster Dose বিনামূল্যে বুস্টার টিকাতেও সারা নেই নাগরিকদের, চিন্তায় পৌরনিগম - COVID Booster Dose

গত 15 জুলাই থেকে শহরে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে । বিনামূল্যে বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া হলেও তা নিতে নাগরিকদের মধ্যে কোনও আগ্রহ নেই ।

Citizens of Kolkata not taking free booster dose of Covid vaccine
Booster Dose

By

Published : Aug 17, 2022, 6:52 AM IST

কলকাতা, 16 অগস্ট: স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন 75 দিন বিনামূল্যে দেশবাসীকে করোনার বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া হবে । তবে বিনামূল্যে বুস্টার ডোজ নিতেও অনীহা শহরবাসীর । সেই পরিসংখ্যান দেখে কার্যত অবাক কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) স্বাস্থ্য বিভাগের কর্তারা । স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ আবার নাগরিকদের এমন বেপরোয়া মনোভাব নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন ।

18 ঊর্ধ্ব সকলকে বুস্টার ডোজের আওতায় কীভাবে আনা সম্ভব তাই এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌর স্বাস্থ্য কর্তাদের কাছে । গত 15 জুলাই থেকে শহরে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে । বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হলেও তা নিতে নাগরিকদের মধ্যে কোনও আগ্রহ নেই । আগে টাকা দিয়ে বুস্টার নিতে হচ্ছিল। সেই সময়ও ছবিটা ছিল প্রায় একইরকম । তবে একাংশ মনে করেছিল টাকা দিয়ে টিকা নিতে রাজি হচ্ছেন না অনেকে । কিন্তু এবারে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার পরেও সেই ছবির তেমন কোনও বদল হল না ৷ এই পরিস্থিতিতে অনেক চিকিৎসকের মতে, করোনার ভয়ঙ্কর চেহারা ভুলে গিয়ে বেপরোয়া মনোভাব দেখাচ্ছে জনসাধারণ ৷ এর পরিণাম ভয়াবহ হতে পারে ।

বর্তমানে বিভিন্ন টিকাকেন্দ্রে ভিড়ই হচ্ছে না । এমন অবস্থা হচ্ছে যে কোথাও লোকের অভাবে ভায়ালই কাটতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। 10 জনের কম হলে ভায়াল কাটা যায় না । সেই সংখ্যাই পূরণ হচ্ছে না । তাই তাদের ফের দ্বিতীয় দিন আসতে বলা হচ্ছে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, কলকাতার মোট জনসংখ্যার 76 শতাংশ মানুষের বয়স 18 বছরের বেশি। কর্মসূচির বয়স এক মাস হলেও এখনও পর্যন্ত শহরে প্রায় 11 লক্ষ নাগরিকের বুস্টার ডোজ হয়েছে বলে জানা গিয়েছে (Citizens of Kolkata not taking free booster dose of Covid vaccine) ।

আরও পড়ুন:বুস্টার ডোজে গতি আনতে ক্লাব ও আবাসনগুলিকে ক্যাম্প করার আবেদন মেয়রের

পৌরনিগমের (KMC) এক আধিকারিকের কথায়, "প্রতিদিন 46-48 হাজার নাগরিকের বুস্টার ডোজ হলে তবেই 75 দিনে লক্ষ্য পূরণ হবে ৷ যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব । পৌরনিগমের পরিকাঠামো অনুসারে প্রতিদিন সর্বোচ্চ 30 হাজার বুস্টার ডোজ দিতে পারবে । টিকা নেওয়ার জন্য বাড়ি বাড়ি স্বাস্থ্য কর্মীরা এক বার নয় একাধিকবার গেছেন । মাইক প্রচার, লিফলেট সব দেওয়া হচ্ছে, তবু হুশ ফিরছে না নাগরিকদের । কিন্তু আমরা তো চাপ দিয়ে বা জোর খাটিয়ে টিকা দিতে পারি না ।"

ABOUT THE AUTHOR

...view details