কলকাতা, 16 অগস্ট: স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন 75 দিন বিনামূল্যে দেশবাসীকে করোনার বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া হবে । তবে বিনামূল্যে বুস্টার ডোজ নিতেও অনীহা শহরবাসীর । সেই পরিসংখ্যান দেখে কার্যত অবাক কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) স্বাস্থ্য বিভাগের কর্তারা । স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ আবার নাগরিকদের এমন বেপরোয়া মনোভাব নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন ।
18 ঊর্ধ্ব সকলকে বুস্টার ডোজের আওতায় কীভাবে আনা সম্ভব তাই এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌর স্বাস্থ্য কর্তাদের কাছে । গত 15 জুলাই থেকে শহরে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে । বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হলেও তা নিতে নাগরিকদের মধ্যে কোনও আগ্রহ নেই । আগে টাকা দিয়ে বুস্টার নিতে হচ্ছিল। সেই সময়ও ছবিটা ছিল প্রায় একইরকম । তবে একাংশ মনে করেছিল টাকা দিয়ে টিকা নিতে রাজি হচ্ছেন না অনেকে । কিন্তু এবারে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার পরেও সেই ছবির তেমন কোনও বদল হল না ৷ এই পরিস্থিতিতে অনেক চিকিৎসকের মতে, করোনার ভয়ঙ্কর চেহারা ভুলে গিয়ে বেপরোয়া মনোভাব দেখাচ্ছে জনসাধারণ ৷ এর পরিণাম ভয়াবহ হতে পারে ।