পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Shootout at Park Street: জাদুঘরে সিআইএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু সতীর্থের, জখম এক

শনিবার ভরসন্ধ্যায় গুলি চলল ভারতীয় জাদুঘরের (Indian Museum) সিআইএসএফ ব্যারাকে ৷ অক্ষয়কুমার মিশ্র নামে এক সিআইএসএফ জওয়ান এদিন (CISF) একে-47 থেকে গুলি চালান বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় নিহত হয়েছেন একজন ৷ অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷

cisf-jawan-opens-fire-at-park-street-in-kolkata
Shootout at Park Street: পার্ক স্ট্রিটে সিআইএসএফ জওয়ানের গুলি, জখম একাধিক

By

Published : Aug 6, 2022, 7:37 PM IST

Updated : Aug 6, 2022, 10:18 PM IST

কলকাতা, 6 অগস্ট : শনিবার ভর সন্ধ্যায় গুলি চলল পার্ক স্ট্রিটে (Shootout at Park Street) ৷ সেখানে ভারতীয় জাদুঘরের (Indian Museum) নিরাপত্তার জন্য যে ব্যারাক রয়েছে, সেখানেই গুলি চলে বলে অভিযোগ ৷

কলকাতা পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ ওই ব্যারাকে থাকা অক্ষয়কুমার মিশ্র নামে এক সিআইএসএফ (CISF) জওয়ান গুলি চালান ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷ একে-47 থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয় ৷ ঘটনায় এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে ৷ নিহতের নাম রঞ্জিত সারেঙ্গি ৷

আহত হয়েছেন সুবীর ঘোষ নামে আরও এক জওয়ান ৷ তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয় ৷

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যান কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মী থেকে উচ্চ পদস্থ আধিকারিকরা ৷ ঘটনাস্থলে পৌঁছান স্বয়ং কলকাতার নগরপাল বিনীত গোয়েল ৷ অন্য পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে তিনিও বুলেট প্রুফ জ্যাকেট পরে ব্যারাকের ভিতরে যান ৷ এছাড়া স্নিফার ডগ নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ৷ গুন্ডা দমন শাখা ও কমব্যাট বাহিনীও যায় সেখানে ৷ এছাড়া যান এসটিএফও ৷

জাদুঘরে সিআইএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু

প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় অভিযুক্ত ওই সিআইএসএফ জওয়ানকে নিরস্ত্র করে ধরা হয় ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ কী কারণে গুলি চলেছে, তা জানার চেষ্টা চলছে ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, গুলি চালিয়েছেন হেড কনস্টেবল পদমর্যাদার ওই জওয়ান ৷ নিহত হয়েছেন এএসআই পদমর্যাদার জওয়ান ৷ 15 রাউন্ডের মতো গুলি চালানো হয় ৷

আরও পড়ুন :মানসিক অবসাদে ভুগছিলেন কনস্টেবল চোডুপ লেপচা ! পার্ক সার্কাস শুট-আউটে প্রশ্ন একাধিক

Last Updated : Aug 6, 2022, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details