কলকাতা, 24 জুলাই:প্রকাশিত হল আইএসসি-র ফল (ISC 12th Result 2022) ৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে, রবিবার বিকেল 5টায় CISCE বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হয় ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা তাদের অফিশিয়াল ওয়েবসাইট cisce.org, results.cisce.org-এ নিজেদের ফলাফল দেখতে পারবেন ৷
নম্বরের হিসাব বলছে, মেধাতালিকায় স্থান পেয়েছেন অসংখ্য কৃতী পড়ুয়া ৷ সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম তিনটি স্থানেই রয়েছেন 158 জন ৷ এঁদের মধ্যে এ রাজ্য়ের 41 জন পড়ুয়াও রয়েছেন ৷ সামগ্রিকভাবে পাশের হার 99.38 শতাংশ ৷ ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি ৷ সব মিলিয়ে প্রথম স্থানাধিকারীর সংখ্য়া 18 ৷ এঁদের মধ্য়ে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন 6 জন ৷ যাঁদের অর্ধেক আবার কলকাতার বাসিন্দা ৷
মেধাতালিকায় যাঁরা প্রথম হয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর 399 ৷ শতাংশের হিসাবে 99.75 শতাংশ ৷ পশ্চিমবঙ্গে যে 6 জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন তাঁরা হলেন মহম্মদ আর্শ মুস্তাফা (দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল, কলকাতা), প্রতীতী মজুমদার (সল্টলেক স্কুল, কলকাতা), অপূর্ব কশিশ (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা), পৃথ্বীজা মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি), নিখিল কুমার প্রসাদ (সানশাইন স্কুল, বীরপাড়া, আলিপুরদুয়ার) এবং অভিষেক বিশ্বাস (সেন্ট ক্ল্যারেট স্কুল, দেবপুকুর, উত্তর 24 পরগনা) ৷