পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Money Recovery Case অসমের ব্যবসায়ী অশোক ধনুকার জবাবে নাখুশ সিআইডি, ফের তলবের ভাবনা - CID

ঝাড়খণ্ডের তিন বিধায়কের (Jharkhand Congress MLAs) কাছ থেকে বিপুল পরিমাণে টাকা (money recovery case) উদ্ধারের ঘটনায় অসমের ব্যবসায়ী অশোক ধানুকাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি ৷ কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করে খুশি নন সিআইডির গোয়েন্দারা । আবারও তাঁকে তলব করতে পারেন সিআইডি আধিকারিকেরা ৷

CID to again interrogate Assam businessman in Money Recovery Case
Money Recovery Case

By

Published : Aug 29, 2022, 9:48 PM IST

কলকাতা, 29 অগস্ট: অসমের ব্যবসায়ী অশোক ধানুকার বক্তব্যে অসংগতি রয়েছে ৷ তাঁর জবাবে খুশি নন সিআইডির গোয়েন্দারা (CID) । ফলে ফের তাঁকে তলবের কথা ভাবছেন আধিকারিকরা ।

ঝাড়খণ্ডের তিন বিধায়কের (Jharkhand MLAs) কাছ থেকে 49 লক্ষ টাকা উদ্ধার হয় ৷ এই ঘটনায় তদন্তে নেমে সিআইডির গোয়েন্দারা জানতে পারেন বেশ কিছু তথ্য ৷ অসম থেকে অশোক ধানুকা নামে ব্যবসায়ী অপর এক লিংক ম্যানের সাহায্যে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের উলটোদিকে মহেন্দ্র আগরওয়ালের অফিসে টাকা পৌঁছে দিয়েছিলেন । ফলে তাঁকে দ্বিতীয় দফায় নোটিশ দিয়ে ভবানী ভবনে তলব করেছিল সিআইডি ।

এ বিষয়ে ডিআইজি (সিআইডি-অপারেশন ) মিরাজ খালেদ জানান, গত শনিবার রাতে আচমকাই সিআইডির সদর দফতর ভবানী ভবনে আসেন অসমের ব্যবসায়ী অশোক ধানুকা । কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করে খুশি নন সিআইডির গোয়েন্দারা । সিআইডি সূত্রের খবর, কেন তিনি আচমকায় এই টাকা ফান্ডিং করলেন ৷ সেই সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দিয়ে সিআইডি-র গোয়েন্দাদের সন্তুষ্ট করতে পারেননি অশোক ধনুকা নামে ওই ব্যবসায়ী । ফলে সিআইডি সূত্রে খবর, প্রয়োজন পড়লে ফের তাঁকে নোটিশ দিয়ে ভবানী ভবনে তলব করতে পারে সিআইডি (Money Recovery Case) ।

প্রসঙ্গত, গত 7 অগস্ট ব্যবসায়ী অশোক ধনুকার গুয়াহাটির বাড়িতে নোটিশ দিতে হাজির হয় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । কিন্তু অসম পুলিশ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে কাজে বাধা দেয় বলে অভিযোগ ওঠে ভবানী ভবনের তরফে ।

আরও পড়ুন:ঝাড়খণ্ড-কাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল

সিআইডির গোয়েন্দারা জানতে পারেন, এই অশোক ধানুকা কোটি কোটি টাকা ফান্ডিং করেছিলেন কলকাতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিসে । তদন্ত নেমে মহেন্দ্র আগরওয়ালের গোপন জবানবন্দি সংগ্রহ করে সিআইডি । গোপন জাবানবন্দিতে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷ সেগুলি সামনে রেখেই এবার এই ঘটনায় অগ্রগতি পেতে চাইছে সিআইডির গোয়েন্দারা (CID to again interrogate Assam businessman) ।

ABOUT THE AUTHOR

...view details